মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা যুবলীগের অন্তর্গত ভাগ্যকুল, বাঘড়া ও বীরতারা ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ জুন) উপজেলা যুবলীগের সভাপতি মো. ফিরোজ আল মামুন ও সাধারণ সম্পাদক হাজী নেছার উল্লাহ সুজন এ কমিটি ঘোষণা করেন।
ভাগ্যকুল ইউনিয়নের আংশিক কমিটির সভাপতি আব্দুল গফুর শেখ, সহসভাপতি জানে আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মামুন কবির ।
বীরতারা ইউনিয়ন শাখা যুবলীগের আংশিক কমিটির সভাপতি প্রদীপ মণ্ডল ও সাধারণ সম্পাদক মো. ফয়সাল আহমেদ মিসু।
বাঘড়া ইউনিয়নের আংশিক কমিটির সভাপতি মো. নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
কমিটিসমূহকে আগামী ৬০ দিনের মধ্যে ৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা যুবলীগের অনুমোদনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
মন্তব্য করুন