নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি খাল দখল করে ভবন নির্মাণের হিড়িক

সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণ। ছবি : কালবেলা
সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণ। ছবি : কালবেলা

চোখে দেখে মনে হবে না এটি একটি খাল। মনে হয় ময়লা আবর্জনায় ভরা একটি সমতল ভূমি। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহাবিদ্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সরকারি রেকর্ডভুক্ত খালে এমন চিত্রের দেখা মেলে।

অবৈধ দখলদারদের দ্বারা খাল দখল করে বহুতল ভবন নির্মাণের হিড়িক চলছে। ক্ষমতার দাপট দেখিয়ে খালের এ হাল বানাচ্ছেন একটি প্রভাবশালী মহল। বিলীন হয়ে যাচ্ছে জীবন্ত একটি খাল। অন্যদিকে ময়লা আবর্জনা ফেলে-ফেলে খালের বারোটা বাজিয়ে দিচ্ছে প্রভাবশালী মহলরা। কয়েক দফা অবৈধ দখলদারদের উচ্ছেদের কথা বললেও এ নিয়ে উপজেলা প্রশাসনের তেমন কোনো কার্যকরী ভূমিকা চোখে পড়েনি।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালের ড্রেনের ময়লা পানিসহ বসতবাড়ির টয়লেট বাথরুমের লাইনের ময়লা পানি ও মল সরাসরি এসে পড়ছে খালে। খালের এমন দুর্দশা হয়েছে যে বাসাবাড়ির সব ময়লা ফেলা হচ্ছে এ খালে। যেন ডাস্টবিন নেই এ এলাকায়। আবর্জনায় ভরে খাল দিয়ে পানি চলাচল ব্যাহত হচ্ছে, ছড়াচ্ছে দুর্গন্ধ। খাল ঘেঁষে দুপাশের ভবনগুলো তৈরি করার সময় খালকে যেন চোখেই দেখেননি।

অপরদিকে খালের মাথার দিকে রয়েছে হেক্টর-হেক্টর কৃষি জমি। যেখানে কৃষকদের সেচের ব্যবস্থার অন্যতম মাধ্যম ছিল এ খালটি।

স্থানীয় ষাটোর্ধ্ব প্রান্তিক কৃষক বিনয় হালদার বলেন, হাসপাতালের ড্রেনের ময়লা পানি দিয়ে ধান চাষ করেছি এ বছর। ইউএনওর কাছে অভিযোগ দিয়েও কোনো সুফল পাইনি। আমরা এ খাল দিয়ে নৌকায় করে ধান নিয়ে যাতায়াত করতাম একসময়।

এদিকে খালের পাশে রয়েছে কোমলমতি শিশুদের একটি প্রাইভেট কিন্ডারগার্টেন। খালের দুর্গন্ধে শিশুদের ক্লাস করাই কষ্টকর। মারাত্মক দুর্গন্ধে বাচ্চারা রয়েছে স্বাস্থ্যঝুঁকিতে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, খালের দাগ নং ৪০২৪ এবং প্রস্থ প্রকার ভেদে ১৭, ১৮, ২০ ফুট পর্যন্ত রয়েছে। বর্তমানে খালের প্রস্থ ৫, ৭, ১০ ফুট রয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাছুম বিল্লাহ্ বলেন, অবৈধ খাল দখলের বিষয়টি এরই মধ্যে আমাদের নোটিশে এসেছে। আমরা এ বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেছি। মনে হচ্ছে বিষয়টি খুবই উদ্বেগজনক। আমরা যাচাই-বাছাই করে দেখছি কে কতটুকু দখল করেছে তা তথ্য উপাত্ত সংগ্রহ করছি। সংগ্রহ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে তার নির্দেশনা মতে ব্যবস্থা গ্রহণ করব।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, হাসপাতালের বাউন্ডারিসংলগ্ন এ খালটিতে আগে থেকেই ময়লা আবর্জনা জমে আছে। জলোচ্ছ্বাসের পর আরও দুর্গন্ধ বেড়ে গেছে। এ বিষয়ে উপজেলা পরিষদে কথা বলেছি, আবারও বলব যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহত, সিরিজ খেলবে না আফগানিস্তান

নড়াইলে সাড়ে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

মালদ্বীপে হাইকমিশনারের সঙ্গে প্রবাসী নেতাদের সভা অনুষ্ঠিত

জুলাই সনদে সই না করা রাজনীতিকদের প্রতি সালাহউদ্দিন আহমদের বার্তা

পটুয়াখালীতে কালবেলার তৃতীয় বর্ষপূর্তি উদযাপিত

‘ছাত্রশিবিরের বিজয় ইসলাম, মানবতা ও দেশপ্রেমের জয়’

নুরুদ্দিন অপুকে কাছে পেয়ে নেতাকর্মীরা আবেগাপ্লুত

আসছে অদ্ভুুত সব নিয়ম নিয়ে ক্রিকেটের নতুন ফরম্যাট টেস্ট টোয়েন্টি

আফগানিস্তানে আবারও পাকিস্তানের বিমান হামলা

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের রেকর্ড

১১

দূরন্ত গতিতে ছুটছে নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্স

১২

সিনিয়রদের পথে হাঁটতে ব্যর্থ প্রীতিরা

১৩

নিজেদের স্বার্থে হিন্দুদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

১৪

পাবনায় কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

১৫

চরফ্যাশনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬

নারায়ণগঞ্জে আবু জাফর আহমদের নির্বাচনী প্রচারণা শুরু

১৭

গাইবান্ধায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

রাঙামাটিতে প্রতিবন্ধী শিশুদের নিয়ে কালবেলার ৩য় বার্ষিকী উদযাপন

২০
X