আলোচনা সভা ও কেক কাটাসহ নানা আয়োজনে ভোলার চরফ্যাশনে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে মুক্তিযোদ্ধা সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কালবেলা চরফ্যাশন প্রতিনিধি সাংবাদিক মাইনউদ্দিন জামাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের বরিশাল প্রতিনিধি এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মীর শাহাদাত হোসেন সায়েদ, বিশেষ অতিথি উপজেলা বিএনপি নেতা সার্জেন্ট (অব.) সৈয়দ আহমাদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামাল গোলদার, সিনিয়র সহ-সভাপতি কামাল মিয়াজী, সহ-সভাপতি সজিব শাহরিয়ার, আমির হোসেন, আবু ছিদ্দিক, দৈনিক সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা, দৈনিক বাংলা প্রতিনিধি সাইফুল ইসলাম মুকুল, ভোরের ডাক প্রতিনিধি নাদিম, মাই টিভি প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদার, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি হাসান লিটন, রূপালী বাংলাদেশ প্রতিনিধি আরিফ হোসেন, এনটিভি অনলাইন প্রতিনিধি ইসরাফিল নাঈম, সাংবাদিক মীর সাজু, খোলা কাগজ প্রতিনিধি জেএইচ রাজু, নিউজ টুয়েন্টিওয়ান প্রতিনিধি মামুন হোসাইন, দৈনিক মতবাদ প্রতিনিধি সেলিম, বাংলাদেশ বানি প্রতিনিধি নুরুল্লাহ আরিফ, ভোরের আলো প্রতিনিধি মোক্তার এইচ জমাদার, সরজমিন প্রতিনিধি মনির হোসেন, রেডিও মেঘনার প্রতিনিধি কনিকাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিদেরকে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কালবেলার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং পত্রিকা ও প্রতিনিধি মাইনউদ্দিন জামাদারের সাফল্য কামনা করেন।
মন্তব্য করুন