রাঙামাটিতে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবন্ধী শিশুদের সাথে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, দয়াল দাশ, সু-শাসনের জন্য নাগরিক (সুজন) রাঙামাটির সম্পাদক এম জিসান বখতেয়ার, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি আনোয়ার আল হক, দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকার সম্পাদক ফজলে এলাহী, রাঙামাটি প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আরমান খান, রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক নুরুল আফসারসহ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি মিশু দে। আলোচনা সভার শুরুতে কেক কেটে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, কালবেলা পত্রিকা খুবই অল্পসময়ের মধ্যে পাঠকদের মন জয় করেছে। যা পত্রিকাটির জন্য খুবই সুখকর বিষয়। আমরা প্রত্যাশা করবো কালবেলা পত্রিকা সব সময় জনগণের কথা তুলে ধরবে। আর প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন প্রতিবন্ধী শিশুদের সাথে হওয়ার কারণে যেমন প্রতিবন্ধী শিশুদেরকে সম্মান করা হলো এবং আনন্দ দেওয়ার চেষ্টা করা হলো, তেমনি ভাবে এই আয়োজনটি ভিন্ন মাত্রা পেয়েছে সবার মাঝে। কালবেলা এমন আয়োজনে আমরা উচ্ছ্বসিত। সামনের প্রতিষ্ঠাবার্ষিকীতে কালবেলার এমন ভিন্নধর্মী আয়োজন অব্যাহত থাকবে বলে আমরা আশা করছি।
মন্তব্য করুন