সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৩:২৫ এএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘ছাত্রশিবিরের বিজয় ইসলাম, মানবতা ও দেশপ্রেমের জয়’

সাভারের কলমা এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা। ছবি : কালবেলা
সাভারের কলমা এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের বিজয়কে ‘ইসলাম, মানবতা ও দেশপ্রেমের জয়’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা মো. দেলোয়ার হোসেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সাভারের কলমা এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকেই নতুন নেতৃত্বের জন্ম হয়। সেই সুষ্ঠু ও নৈতিক রাজনীতির ধারা ইসলামী ছাত্রশিবির নতুনভাবে শুরু করেছে। এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা হজরত ওমর (রা.) আমলের আদর্শ শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই।

জামায়াতের কেন্দ্রীয় এই নেতা জানান, দলের আমির এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, নির্বাচিত হলে জামায়াতের কোনো মন্ত্রী বা এমপি রাষ্ট্রের অর্থ আত্মসাৎ করবেন না, ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করবেন না, সরকারি প্লট নেবেন না।

মাওলানা দেলোয়ার হোসেন বলেন, আমরা এমন এক রাষ্ট্র গড়তে চাই যেখানে মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত জনগণের টাকা আত্মসাৎ করার কোনো সুযোগ থাকবে না।

তিনি আরও বলেন, জুলাই সনদকে আইনে পরিণত করে নভেম্বরে গণভোট দিতে হবে এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করে কল্যাণকর রাষ্ট্র গঠন করতে হবে। পিআর পদ্ধতি মেনে না চললে নির্বাচিত ব্যক্তিদের প্রকৃত প্রতিনিধিত্ব প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

সন্ধ্যায় কলমা স্কুল মাঠে অনুষ্ঠিত এ জনসভায় ব্যানার-ফেস্টুন নিয়ে আশপাশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিলসহ যোগ দেন।

সভায় প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা জেলার সেক্রেটারি ও ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের প্রার্থী মাওলানা আফজাল হোসাইন বলেন, দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর আগে। কিন্তু এত দিন যারা দেশ পরিচালনা করেছে, তারা নিজেদের ভাগ্য বদলেছে, সাধারণ মানুষের নয়। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য জামায়াতে ইসলামি পাঁচ দফা কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আমি যদি ঢাকা-১৯ আসন থেকে নির্বাচিত হতে পারি, তবে অতীতে যেটা কেউ দেখাতে পারেনি তা আমরা করে দেখাব। উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেব সাভার-আশুলিয়াবাসীকে। সরকারি বরাদ্দে কাজ সম্পন্ন হলে কত টাকা খরচ হয়েছে, কতটা বাকি, সব সাংবাদিক সম্মেলনে জানানো হবে। কোনো অস্বচ্ছতা থাকবে না। চাঁদাবাজি, টেন্ডারবাজি বা দুর্বৃত্তায়ন সাভারে সহ্য করা হবে না।”

সভায় সভাপতিত্ব করেন সাভার সদরের আমির মো. মহরম আলী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা আইনবিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সেক্রেটারি অধ্যক্ষ লুৎফুর রহমান, রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, সাভার থানা আমির মো. আব্দুল কাদের, সাভার থানা সেক্রেটারি আসাদুজ্জামান রাসেল, ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ আব্দুর রহিমসহ স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআন পাঠে শ্রেষ্ঠদের হাতে উমরাহসহ ১৫ লাখ টাকার পুরস্কার দিল আস-সুন্নাহ

দুবার গাজা ধ্বংস হতে দেখা বৃদ্ধ আয়িসের করুণ গল্প

ইউরোপ যেতে সাঁতরে সাগর পাড়ি দিলেন মা ও ১০ বছরের সন্তান

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার দাপুটে জয়

বিভাজনের রাজনীতি করে দেশকে ভালোবাসা যায় না : ছাত্রশিবির সেক্রেটারি

যে কোনো ষড়যন্ত্র জনগণের ঐক্যের সামনে ভেসে যাবে : ডা. জাহিদ

দেশে একাধিক অগ্নিকাণ্ড, সচিবালয়ে জরুরি বৈঠক

হাসপাতালে ভর্তি পরিণীতি চোপড়া!

পুরোপুরি নিভল বিমানবন্দরের আগুন : ফায়ার সার্ভিস

শাপলা ইস্যুতে এনসিপির ৫ দাবি ও ২ যুক্তি

১০

যে সময়ে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না, জানালেন বিশেষজ্ঞ আলেম

১১

আত্মসমর্পণের পর চকবাজার থানা যুবদল নেতা সজিব কারাগারে

১২

‘কর্তৃত্ব নয়, ভ্রাতৃত্বের মাধ্যমে জনগণকে আপন করে নিতে হবে’

১৩

স্কুলের মিটিংয়ে পোশাক খুলে প্রতিবাদ

১৪

সড়ক দুর্ঘটনায় আলোচিত টিকটকারের মৃত্যু

১৫

টানা ৪০ দিন নামাজ পড়ে পুরস্কার পেলেন ৬০ কিশোর

১৬

চট্টগ্রাম বন্দরে যানবাহনে বাড়তি মাশুল স্থগিত

১৭

জামায়াতের বিরুদ্ধে বিস্ফোরক স্ট্যাটাস নাহিদের

১৮

পবিপ্রবি পরিদর্শনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান

১৯

থালা-বাসন নিয়ে শিক্ষকদের ভুখা মিছিল, আটকে দিল পুলিশ

২০
X