পাবনায় আনন্দ আর উদ্দীপনার মধ্যে দিয়ে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে পালিত হয়।
পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
প্রধান অতিথির বক্তৃতায় শিমুল বিশ্বাস বলেন, প্রতিষ্ঠার শুরু থেকে দৈনিক কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরে প্রধান অতিথি কেক কাটার মাধ্যমে তৃতীয় বর্ষ পূর্তি উদযাপন করেন। এ সময় তিনি পাবনা জেলা প্রতিনিধি গোলাম ফারুককে নিজের হাতে কেক খাইয়ে দেন। উপজেলা থেকে আগত সকল প্রতিনিধিগণ তার সাথেই ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম, পাবনা পুলিশ সুপার মোর্তুজা আলী খান, বিশিষ্ট শিক্ষাবিদ ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শিবজিত নাগ, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম। এছাড়া পাবনার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন