বাগেরহাটের মোংলা উপজেলায় বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে সুন্দরবন থেকে মধু আহরণ করে ফেরার সময় কুমিরের আক্রমণে মোশারফ গাজী নামে এক মৌয়াল নিহত হয়েছেন।
শনিবার (৮ জুন) দুপুর ১টার সময় পূর্ব সুন্দরবনের করমজল খাল পার হওয়ার সময় মোশারফ গাজীকে পানির নিচে নিয়ে যায় কুমির।
নিহত মোশারফ গাজী খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী বন সংলগ্ন এলাকার বাসিন্দা।
বনের ঢাংমারী এলাকার বাসিন্দা মো. আবুল হোসেন বলেন, বন বিভাগের চোখ ফাঁকি দিতে গিয়ে তারা নৌকা ছাড়া খাল সাঁতরে বনে প্রবেশ করে। মধু আহরণ শেষে আবার ফেরার সময় খাল পার হওয়ার সময় প্রথমে মোশারফ গাজীর হাতে কামড়ে ধরে কুমির। পরে শরীরের বিভিন্ন অংশে কামড় দেয়। খালে পানি বেশি হওয়ার কারণে পায়ে মাটি নাগাল না পাওয়ায় কুমিরের মুখ থেকে ফিরতে পারেনি মোশারফ।
পূর্ব সুন্দরবনের চাদপাই ফরেস্ট অফিসের এসও আনিসুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে শনিবার বনে প্রবেশ করে মোশারফ গাজীসহ আরও তিনজন। এর পর মধু আহরণ শেষে দুপুর ১টার দিকে সাঁতার কেটে করমজল খাল পার হচ্ছিলেন তিনজন। এ সময় কুমিরের হামলার শিকার হন মোশারফ।
তিনি বলেন, সঙ্গে থাকা দুই মৌয়াল তাকে উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে সেখানে উপস্থিত হয় বন বিভাগের কর্মচারীরা। তারাসহ প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় কুমিরের মুখ থেকে মৌয়াল মোশারফ গাজীকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে ততক্ষণে মোশারফ গাজী মারা যান।
মন্তব্য করুন