এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

ছেলের স্বপ্নপূরণ করতে গিয়ে বাবা এখন সফল উদ্যোক্তা

উদ্যোক্তা আদনান চৌধুরী তার একমাত্র ছেলেকে নিয়ে ছাগলের পরিচর্যা করছেন। ছবি : কালবেলা
উদ্যোক্তা আদনান চৌধুরী তার একমাত্র ছেলেকে নিয়ে ছাগলের পরিচর্যা করছেন। ছবি : কালবেলা

আদনান চৌধুরী। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকার সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি শেষ করে উচ্চশিক্ষার জন্য লন্ডনে চলে যান। সেখানে এলএলবি শেষ করে দেশে এসে বেসরকারি একটি চাকরিতে সম্পৃক্ত হন। পাশাপাশি সম্পন্ন করেন এমবিএ। ২০১৯ সালে কোরবানি উপলক্ষে তার একমাত্র ছেলে জাইরিস ইজান চৌধুরী আবদার করে বসেন ছাগলের জন্য। একমাত্র সন্তানের যে কোনো আবদার মেটাতে বাবা সর্বদাই প্রস্তুত। নিয়ে আনলেন দুটি ছাগল। ঘটনাক্রমে ছাগলগুলো দিয়ে দেওয়া হয়নি কোরবানি। এর মধ্যে কিছুদিন পরে বাচ্চা দেয় একটি ছাগল। ছাগলছানা ও ছাগলের প্রতি মায়ায় পড়ে যায় বাবা-ছেলের। একপর্যায়ে আরও বিভিন্ন জাতের বিদেশি ছাগল কিনতে থাকেন তিনি। পুরো দমে শুরু করলেন ছাগলের খামার।

আদনান চৌধুরী ওই খামারের নাম দিয়েছেন ইউনিক গট টার্ম। কিন্তু একজন সম্ভ্রান্ত পরিবারে ছেলে ও লন্ডন থেকে এলএলবি পাস করে দেশে এসে ছাগলের ব্যবসা তা মোটেও ভালো চোখে দেখেননি পরিবারের লোকজন, এলাকাবাসী ও বন্ধু মহল। কিন্তু আদনান চৌধুরী হার না মানা এক যুবক। তার ধারণা যে কোনো কিছুতে মনোবল শক্ত হলে লেগে থাকলে সেখানে লাভবান হওয়া যায়। ঠিক তিনি এলাকাবাসীর কাছে তাই প্রমাণ করলেন। কোনো কর্মই যে ছোট নয়, তার একমাত্র জ্বলন্ত উদাহরণ আদনান চৌধুরী।

বর্তমানে তার সফলতায় এলাকার মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। আর এই সফলতার পিছনে তিনি কোনোদিন কারও থেকে সহযোগিতা নেননি। ইউটিউব ও গুগল থেকে সহযোগিতা নিয়েছেন। ২০২২ সালের একদিন একটি ফ্যামিলি নিয়ে ভ্রমণে যান গাজীপুরের একটি রির্সোটে। সেখানে একটি খামারে দেখতে পান দুম্বা পালন। ওই রিসোর্টের মালিকের কাছে দুম্বা পালনের সফলতার গল্প শুনে ছাগলের পালনের পাশাপাশি আগ্রহ জাগে দুম্বা পালনের। ওখান থেকে কয়েকটি দুম্বা কিনেন। দুম্বাগুলো মূলত তার্কি, অ্যারাবিয়ান ও পার্সিয়ার জাতের। এভাবেই আস্তে আস্তে গড়ে তুলেছেন বিশাল এক খামার। খামারে যে ছাগলগুলো রয়েছে অধিকাংশ ছাগল বিদেশি জাতের। বর্তমানে খাবারের মধ্যে শতাধিক বিদেশে ছাগল ও সত্তরের অধিক দুম্বা রয়েছে। রয়েছে বিভিন্ন জাতের ভেড়া। পাশাপাশি নতুন করে চেষ্টা করছেন বিদেশি মুরগি পালনের। ইতোমধ্যে প্রায় ৫০টির অধিক বিদেশি মুরগি সংগ্রহ করেছেন। যেখানে প্রতিটি মুরগির দাম ১৫ থেকে ২০ হাজার টাকা। তার খামারের ছাগলের মধ্যে রয়েছে বোয়ার (আফ্রিকা), কালাহারি (আফ্রিকা), বারবারি (ভারত), কাশ্মীর (কাশ্মীর), ক্রস। আর ভেড়ার মধ্যে রয়েছে ডোরপার (দক্ষিণ আফ্রিকা), স্থানীয় ভেড়া দুম্বার মধ্যে রয়েছে, হারলে রানী (ফারসি), আওয়াসি দুম্বা। এ ছাড়া মুরগির মধ্যে রয়েছে সাবেলপুট, পেন্সিল, সাটিন, ঠান্ডা, কোচিন, কোকো, কোচিন, সিল্কি, ব্রহ্মা, সেরামা, সেব্রাইট, সুলতান, ইয়োকোহামা, পোলিশ ক্যাপ তার এই খামার গড়ে তুলতে এই পর্যন্ত সর্বমোট খরচ হয়েছে প্রায় ৪০ লাখ টাকার মত। এর মধ্যে বর্তমানে তার মূলধন দাঁড়িয়েছেন তাই দেড় কোটি টাকার মতো। তার খামারে প্রতিদিন প্রায় ১৬ জন শ্রমিক কাজ করেন।

কোরবানি ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারো ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। একেকটি বিদেশি ছাগল ৫০ থেকে এক লাখ টাকা আর দুম্বা বিক্রি হচ্ছে দেড় লাখ থেকে ১ লাখ ৭৫ হাজার টাকায়। শ্রমিকের পাশাপাশি একটি অ্যাপসের মাধ্যমে পুরো প্রাণকে নিয়ন্ত্রণ করেন তিনি।

আদনান চৌধুরী বলেন, পৃথিবীতে কোন কাজই ছোট না। আপনার মনোবল ঠিক থাকলে আপনি অবশ্যই একদিন সফল হবেন। আমি এই ফার্ম গড়ে তোলার সময় পরিবারের সদস্যসহ বন্ধুমহল অনেকে বিভিন্ন ধরনের কথা বলেছিন। কিন্তু আমি কারও কথা কর্ণপাত করিনি। লন্ডন আমি দেখেছি সেখানে কোনো ব্যক্তি কোনো কাজকে ছোট মনে করেন না। কিন্তু আমাদের দেশে তা ভিন্ন। যা মোটেই আমার পছন্দ না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় টানা ৩ দিন দুর্যোগের সতর্কতা

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ : কোন দেশে কত ম্যাচ জানিয়ে দিল আইসিসি

সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, পদ প্রায় ১৬০০

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

জুমার খুতবার সময় কি মোবাইল ব্যবহার করা যাবে?

দুপুরের মধ্যে ৭ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

ফুটবল বিশ্বকাপের জন্য স্বেচ্ছাসেবী নিয়োগ দিচ্ছে ফিফা, যেভাবে করবেন আবেদন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিবের যোগদান

লিড প্লাটিনাম সনদ পেল ওয়ালটন

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ নিষেধাজ্ঞা

১০

মসজিদে হারাম ও নববিতে আজ জুমা পড়াবেন যারা

১১

ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথম সামরিক মহড়ায় ইরান

১২

যুক্তরাষ্ট্রের জন্য নতুন ফাঁদ তৈরি করছে উত্তর কোরিয়া

১৩

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৪

২২ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

চাঁদাবাজির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

১৬

শুক্রবারে মারা গেলে কি কবরের আজাব মাফ হয়?

১৭

বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৮

২২ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৯

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

২০
X