

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলায় র্যাব সদস্য নিহতের ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত আলীরাজ হাসান ওরফে সাগর র্যাবের দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, রোববার (২৫ জানুয়ারি) র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১৫, কক্সবাজারের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের মাধ্যমে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসবে বলে আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন ইকবাল কনভেনশন হল এলাকা থেকে মামলার আরও দুই আসামি মো. ইউনুছ আলী হাওলাদার (৬২) ও খন্দকার জাহিদ হোসেনকে (৩৯) গ্রেপ্তার করে র্যাব।
র্যাব জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন