সিলেট-তামাবিল মহাসড়কে পিকআপভ্যান, লেগুনা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। সোমবার (১০ জুন) দুপুরে মহাসড়কের গোয়াইনঘাট উপজেলার বাঘের সড়ক এলাকায় এ ঘটনা ঘটেছে।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম।
তামাবিল হাইওয়ে থানার ওসি মো. ইউনুস আলী কালবেলাকে বলেন, পিকআপভ্যান, লেগুনা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকআপভ্যান, লেগুনা ও মোটরসাইকেল আটক করা হয়েছে।
এর আগে গত ১৮ মার্চ দুপুরে ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার দরোবস্ত পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পিকআপভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হন। আহত হন বেশ কয়েকজন।
মন্তব্য করুন