চট্টগ্রাম চাক্তাই খালে সাঁতার কাটতে নেমে নিখোঁজ দুই শিশুর মধ্যে এক শিশুর মরদেহ প্রায় ১৪ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
তবে এখনো পাওয়া যায়নি অন্য শিশুকে। নিখোঁজ আরেক শিশুকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
বুধবার (১২ জুন) ভোর ৬টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এখনও তার পরিচয় পাওয়া যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (১১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে নিখোঁজ হয় দুই শিশু। ঘটনার পর ৩ ঘণ্টা উদ্ধারকাজ চালানোর পর তা বন্ধ রাখা হয়। পরে আজ বুধবার ভোর থেকে ফের উদ্ধার কাজ শুরু হয়।
জানা গেছে, চাক্তাই খালের মুখে নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অংশ হিসেবে স্লুইস গেট বসাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। মঙ্গলবার বিকেলে জোয়ারের সময় স্লুইস গেটের বাইরে অংশে সাঁতার কাটছিল দুই শিশু। জোয়ারের টানে জলকপাটের ভেতর তলিয়ে যায় দুই শিশু। খবর পেয়ে বিকেল সোয়া ৫টায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। শিশুদের পরিচয় বের করতে কাজ শুরু করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই জোয়ারের টানে জলকপাটের ভেতর তলিয়ে যায় দুই শিশু। তবে শিশু দুটির পরিচয় নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। স্থানীয়রা শিশুটিকে না চিনলেও কয়েকজন বলছে তারা পথশিশু।
মন্তব্য করুন