দ্বীপ জেলা ভোলায় ঈদুল আজহাকে ঘিরে নতুন সাজে সেজেছে বিনোদনকেন্দ্রগুলো। ঈদ আনন্দকে আরও উপভোগীয় করে তুলতে প্রস্তুত করা হয়েছে পর্যটনকেন্দ্র, পার্টি সেন্টার ও রিসোর্ট।
উপকূলীয় জেলা ভোলার দর্শনার্থীদের বিনোদনের অন্যতম স্থানগুলোর মধ্যে রয়েছে, ভোলা সদরের তুলাতলী মেঘনা পাড়ের ভোলা ইলিশ বাড়ি, আলপনা পার্টি সেন্টার, ইলিশা শাহবাজপুর পর্যটনকেন্দ্র, তেঁতুলিয়া বঙ্গবন্ধু উদ্যান ও খেয়াঘাট বেবিল্যান্ড শিশু পার্ক।
এ ছাড়া চরফ্যাশনের জ্যাকব টাওয়ার, শেখ রাসেল শিশু বিনোদনকেন্দ্র, জেনিক অ্যান্ড জেনিথ রিসোর্ট সেন্টার (খামার বাড়ি), বেতুয়া প্রশান্তি পার্ক এবং কাকতাড়ুয়া ও চরকুকরিমুকরি পর্যটনকেন্দ্র।
ভোলা ইলিশ বাড়ি বিনোদন কেন্দ্রের পরিচালক হেলাল উদ্দিন গোলদার বলেন, উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় প্রাকৃতিক সৌন্দর্যের অনেক স্থান রয়েছে। কিন্তু পর্যটকদের বিনোদনের জন্য বড় ধরনের পর্যটনকেন্দ্র গড়ে ওঠেনি। তবুও গত কয়েক বছর ধরে ভোলা মেঘনা পাড়ে ইলিশ বাড়িসহ কিছু বিনোদনকেন্দ্র গড়ে উঠেছে। এগুলোকে আধুনিকায়ন করতে আমরা কাজ করে যাচ্ছি।
পর্যটনকেন্দ্রের শেয়ার হোল্ডার গালিব ইবনে ফেরদাউস বলেন, প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি দ্বীপ জেলা ভোলা। পর্যটক ও ভ্রমণপিপাসুদের আকর্ষণীয় করে তুলতে জেলার বিভিন্ন স্থানের মনোরম পরিবেশের দৃশ্যকে উপভোগ করতে মেঘনা ও তেঁতুলিয়া নদী পাড় কেন্দ্রিক বিভিন্ন পর্যটন ও বিনোদনকেন্দ্র গড়ে তোলা হয়েছে। দিনে দিনে ভ্রমণ পিপাসুদের চাহিদা অনুযায়ী বিনোদন কেন্দ্র ও রিসোর্টগুলোকে আরও আধুনিক করে গড়ে তুলতে নতুন সাজে সাজানো হচ্ছে।
দেশের বিভিন্ন স্থান থেকে নারীর টানে যে সব মানুষ বিভিন্ন উৎসব পালন করতে নিজের এলায় আসছেন, তাদের পরিবার পরিজন নিয়ে যাতে একটু বিনোদন করতে পারে এবং মনোরম পরিবেশে ঘুরে ঈদ আনন্দ উপভোগ করতে পারেন এবং কর্মস্থলে ফিরে গিয়ে বলতে পারেন ভোলায় বিনোদনকেন্দ্র গড়ে উঠেছে। এই বিনোদন কেন্দ্রগুলোর সৌন্দর্য উপভোগ ছাড়াও লোভনীয় সুস্বাদু খাবারের পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য রয়েছে খেলনাসহ বিভিন্ন রাইডার। তাই টানা ছুটিতে ঈদুল আজহা উদযাপনের জন্য প্রস্তুত ভোলা জেলার সব কয়টি বিনোদনকেন্দ্র।
মন্তব্য করুন