কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ
ব্যবসায়ী জামিল হত্যা

স্ত্রী মৌসুমি জামিলসহ তিনজনের আমৃত্যু সশ্রম কারাদণ্ড 

জামিল হত্যা: স্ত্রী মৌসুমি জামিলসহ তিনজনের আমৃত্যু সশ্রম কারাদণ্ড । ছবি : সংগৃহীত
জামিল হত্যা: স্ত্রী মৌসুমি জামিলসহ তিনজনের আমৃত্যু সশ্রম কারাদণ্ড । ছবি : সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ব্যবসায়ী জামিল হোসেনকে গলা কেটে ও কুপিয়ে হত্যার মামলায় স্ত্রী মৌসুমি জামিল ও তার দুই সহযোগীকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। আমৃত্যু দণ্ডপ্রাপ্ত অপর আসামি হলেন নিহতের ভায়রা জুয়েল রানা ওরফে তানভীর এবং ভাড়াটিয়া খুনি শফিকুল আলম ওরফে কসাই শফিক।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলম আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন।

অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে আসামিদের। মামলায় অপর আসামি এমরান হাসান ওরফে ইমরান ওরফে সুলতান হত্যার বিষয়টি জেনেও সংশ্লিষ্ট থানায় না জানানোর কারণে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে এরই মধ্যে তিনি ১০ মাস কারাভোগ করায় আদালত তাকে খালাস দিয়েছেন।

আর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মামলা থেকে খালাস পেয়েছেন মৌসুমির বাবা এরফান ও অপর আসামি মো. ইউনূস। মামলাটির বিচার চলাকালে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। এ ছাড়া বিভিন্ন সময়ে গ্রেপ্তার ৪ জন আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ হাবিবুর রহমান কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজার পরোয়ানা দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ঢাকার সোয়ারীঘাটে গাম ও স্কচটেপের কারখানা ছিল জামিল হোসেনের। ওয়াটার ওয়ার্কস রোডের ৫৯ নম্বর বাসার দ্বিতীয় তলায় স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি। জুয়েল রানা ওরফে তানভীর সম্পর্কে জামিলের ভায়রা ভাই। তানভীরের সঙ্গে পরকীয়ার কারণে দাম্পত্য কলহের জেরে জামিলের স্ত্রী মৌসুমি ২০১৬ সালের ২ মে জুয়েল ও শফিককে সঙ্গে নিয়ে জামিলকে ধারালো দা-বঁটি দিয়ে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে। হত্যার পর জামিলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে বলে নাটক সাজিয়ে চকবাজার থানায় একটি জিডি করেন তিনি। এরপর পুলিশ স্ত্রী মৌসুমিকে জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ করে । মৌসুমিসহ স্বজনদের নিয়ে রহমতগঞ্জে জামিলের বাসায় গিয়ে দরজা তালাবদ্ধ অবস্থায় পান। পুলিশ তালার চাবি চাইলে তা হারিয়ে ফেলেছেন বলে দাবি করেন মৌসুমি। এরপর তালা ভেঙে ঘরে ঢুকে খাটের নিচে থেকে জামিলের বস্তায়বন্দি গলিত গলাকাটা লাশ পায়।

এ ঘটনার পরদিন ৩ মে জামিলের বড় বোন শাহিদা পারভীন চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ অক্টোবর ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. রফিকুল ইসলাম। দীর্ঘদিন পর আলোচিত এ মামলার রায় হলো। আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার এ রায়ে অসন্তোষ প্রকাশ করে কালবেলাকে বলেন, এই রায়ের রিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের প্রতিপক্ষ ইউরোপীয় দুই জায়ান্ট, কবে কোন ম্যাচ

এবার নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৪ 

স্বীকৃতি-আশ্রয় ও যৌথভাবে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হয়েছে ভারত : জামুকা

‘গন্তব্যহীন এই যাত্রায় নীরবতাই একমাত্র সঙ্গী’

বিপিএল: এবার আরও বড় চমক দেখাল নোয়াখালী এক্সপ্রেস

পৃথিবী কি এত গরম হয়ে যাচ্ছে যে মানুষ থাকতে পারবে না?

খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে কি না সিদ্ধান্ত রাতে

রফিককে গুলি করে হত্যার নেপথ্যে যা জানা গেল

বিশ্বকাপে ‘সহজ’ গ্রুপে আর্জেন্টিনা, কী বললেন কোচ

জলবায়ু পরিবর্তনে বিপজ্জনক হয়ে পড়ছে কর্মক্ষেত্র

১০

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদল নেতা মিথুনের সদকায়ে জারিয়া

১১

শীতের দাপটে জবুথবু জনজীবন 

১২

‘জিনের বাদশাহ’ সেজে মহিদুল হাতিয়ে নেন ১২ লাখ টাকা

১৩

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ

১৪

স্বর্ণ কিনবেন, জেনে নিন আজকের বাজারদর

১৫

অলিখিত ‘ফাইনালে’ মাঠে নামছে ভারত-দক্ষিণ আফ্রিকা

১৬

শীতে গোসল করার উপযুক্ত সময় কোনটি?

১৭

বুড়ি তিস্তা খনন প্রকল্পে ক্ষুব্ধ কৃষকরা, প্রতিবাদে মশাল মিছিল

১৮

বিজয় দিবস প্রীতি ম্যাচের জন্য / সৌম্য সরকারকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা, নেই লিটন

১৯

যশোরেই প্রথম উড়েছিল বাংলাদেশের বিজয় নিশান

২০
X