কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ১০:২৯ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১০:৩৮ এএম
অনলাইন সংস্করণ

আপিল বিভাগে রানা প্লাজার মালিকের জামিন স্থগিত

রানা প্লাজার মালিক সোহেল রানা। ছবি : সংগৃহীত
রানা প্লাজার মালিক সোহেল রানা। ছবি : সংগৃহীত

সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৪ জনের মৃত্যুর ঘটনায় ভবন মালিক সোহেল রানার জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

সোমবার (২৮ অক্টোবর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন। সেই সঙ্গে ২ মাসের মধ্যে হাইকোর্টকে রানার জামিন প্রশ্নে রুল নিষ্পত্তি করতে বলেন।

এর আগে গত ১ অক্টোবর বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ সোহেল রানাকে ৬ মাসের অন্তর্বর্তী জামিন দেন। সেই সঙ্গে সোহেল রানার নিয়মিত জামিন প্রশ্নে রুল জারি করেন উচ্চ আদালত।

তবে পরদিন ২ অক্টোবর রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক সোহেল রানার জামিন স্থগিত করেন। সবশেষ সোমবার সোহেল রানার পক্ষে আদালতে জামিন শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির।

গত ১৫ জানুয়ারি দেয়া এক আদেশে আপিল বিভাগ মামলাটির বিচারকাজ ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশনা দেন। সেই সঙ্গে নির্দেশনায় বেঁধে দেওয়া সময়ে বিচারকাজ শেষ করতে না পারলে তিনি (সোহেল রানা) যদি জামিন আবেদন করেন, তবে সংশ্লিষ্ট আদালতকে সে আবেদন বিবেচনা করতে বলা হয়েছিল। এ আদেশের পর প্রায় ৯ মাস হলেও এখন পর্যন্ত বিচারকাজ শেষ হয়নি।

প্রসঙ্গত ২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে দেশের ইতিহাসের সবচেয়ে বড় শ্রমিক হতাহতের ঘটনায় রানা প্লাজার নিচে চাপা পড়েন কয়েকটি পোশাক কারখানার ৫ হাজারের মতো শ্রমিক।

এ ঘটনায় প্রায় সহস্রাধিক মানুষের মৃত্যু হয়। পঙ্গুত্ব বরণ করেন আরও ১ হাজার ১৬৯ জন।

ওই সময় জানা যায়, ২০১৩ সালের ২৩ এপ্রিল সকাল সাড়ে ৯টায় সাভারের রানা প্লাজা ভবনের তৃতীয় তলায় পিলার ও দেয়ালে ফাটল দেখা দেয়। খবর পেয়ে বিজিএমইএ কর্মকর্তারা রানা প্লাজায় আসেন। তারা ওই ভবনের গার্মেন্ট মালিকদের পরামর্শ দেন-বুয়েটের ভবন বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা-নিরীক্ষা না করা পর্যন্ত সব কার্যক্রম যেন বন্ধ রাখা হয়।

তবে পাঁচ গার্মেন্ট মালিক এবং তাদের লোকজন ভয়ভীতি দেখিয়ে পর দিন (২৪ এপ্রিল) শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করেন। এর সঙ্গে যোগ দেন রানা প্লাজা ভবনের মালিক খালেক ও সোহেল রানা। পরে এ দিনই (২৪ এপ্রিল) ধসে পড়ে রানা প্লাজা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিচারহীনতার সংস্কৃতি অন্যায়কে প্রশ্রয় দেয়’

পবিত্র ঈদুল আজহার ছুটি নিয়ে সুখবর দিলেন প্রেস সচিব

বিশ্ব মা দিবস উপলক্ষে ‘শ্রদ্ধা’ ও ‘বিশ্বরঙ’ দিচ্ছে ২০ শতাংশ মূল্যছাড়

জবির পরিবহন প্রশাসকের দায়িত্বে তারেক বিন আতিক

আ.লীগ নেতা মান্নান হত্যা / ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বিহা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫: আতিথেয়তার মাঠে ক্রিকেটের মহোৎসব

টেকসই উন্নয়নের জন্য সব খাতে ন্যায্য রূপান্তরের আহ্বান পরিবেশ উপদেষ্টার

জিআই স্বীকৃতি পেল নওগাঁর ‘নাক ফজলি আম’

সিরিয়ায় হামলা, ইসরায়েলের বিমানকে আটকে দিল তুরস্ক

জামায়াত নেতা এটিএম আজহারের আপিলের পরবর্তী শুনানি বৃহস্পতিবার

১০

ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া

১১

ভারতের পেসার মোহাম্মদ শামিকে হত্যার হুমকি

১২

ঐকমত্য কমিশনকে ‘মৌলিক সংস্কারের রূপরেখা’ দিল এনসিপি

১৩

ফেনী জেলা আ.লীগের আইন সম্পাদক শাহজাহান গ্রেপ্তার

১৪

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিক্ষকসহ ১৩০ জনের নামে মামলা

১৫

ইন্টার কোচের চোখে ফাইনালের টিকিট আটকে আছে কার পায়ে?

১৬

বেড়েছে সোনার দাম, আজ থেকে কার্যকর

১৭

খালেদা জিয়াকে নিয়ে সারজিসের স্ট্যাটাস

১৮

আরও ৪ মামলায় গ্রেপ্তার চিন্ময় দাস

১৯

টানা তিন দিনের হামলা, সুদানে বন্দরনগরীতে ভয়াবহ বিস্ফোরণ

২০
X