কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০১:১৬ পিএম
আপডেট : ০১ জুন ২০২৫, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ইতিহাসে এ প্রথম : সরাসরি সম্প্রচার হচ্ছে হাসিনার বিচারকাজ

বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ট্রাইব্যুনালের বিচারকাজ দেখা যাচ্ছে সরাসরি টেলিভিশনের পর্দায়। ছবি : সংগৃহীত
বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ট্রাইব্যুনালের বিচারকাজ দেখা যাচ্ছে সরাসরি টেলিভিশনের পর্দায়। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। কোর্ট প্রসিডিংস বিটিভির মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হচ্ছে সেই কার্যক্রম।

রোববার (০১ জুন) বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ট্রাইব্যুনালের বিচারকাজ দেখা যাচ্ছে সরাসরি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায়। এদিন দুপুর সোয়া ১২টার দিকে বিচারকাজ সরাসরি সম্প্রচার শুরু হয়।

এদিন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ১৩৪ পৃষ্ঠার অভিযোগপত্র বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে ১২ মে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত সংস্থার কর্মকর্তারা এ প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে আসে। রোববার সেই প্রতিবেদনটি আনুষ্ঠানিক উপস্থাপন করা হয়েছে।

এদিকে গত ২০ মে ট্রাইব্যুনাল–১ এর বিচারকক্ষে ডিজিটাল প্রযুক্তি স্থাপনের কাজ শেষ হয়েছে। এর ফলে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে বিচার কার্যক্রম সরাসরি কিংবা ধারণ করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা যাবে বলে ফেসবুক পোস্টে জানিয়েছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

পোস্টে চিফ প্রসিকিউটর লিখেছিলেন, ‘জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য কোর্টরুম ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে। ট্রায়ালের যেকোনো পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যম কিংবা সামাজিক মাধ্যমে প্রচারিত হতে পারবে।’

আইনজীবীরা বলছেন, সরাসরি সম্প্রচারে বিচারের স্বচ্ছতা নিশ্চিত হবে। এমন উদ্যোগকে বিচার বিভাগের নতুন অধ্যায়ের সূচনা বলছেন তারা। সরাসরি সম্প্রচারে আইনি বাধা নয় বরং বিচারের গ্রহণযোগ্যতা বাড়ে বলেও মন্তব্য করেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। জামায়াতে ইসলামী, এনসিপিসহ কয়েকটি দল নির্বাচনের আগেই শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার শেষ করার দাবি জানিয়ে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সর্বশেষ অবস্থা

এসএসসিতে রেকর্ডসংখ্যক খাতা চ্যালেঞ্জ, যেভাবে মিলবে ফলাফল 

প্রবাসী স্বামীকে তালাক দিয়ে টাকা-স্বর্ণালংকার নিয়ে উধাও স্ত্রী

আন্দোলন সফল না হলে আমাদের কবর রচনা হয়ে যেত : খোকন

এখনো ভারতকে নিজেদের আকাশসীমায় ঢুকতে দিচ্ছে না পাকিস্তান

অর্থবহ জাতীয় সংসদ গঠনে পিআর পদ্ধতির বিকল্প নেই : এনপিপি

ল্যাভেন্ডারের ফুল বাগানে থেকে যেতে চান মেহজাবীন

বাবার ঘোড়ার গাড়ির চাকায় প্রাণ গেল ছেলের

এক দিনে গাজায় ৯০ হামলা

অর্থাভাবে তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেতার মৃত্যু

১০

জঙ্গিবাদের বিরুদ্ধে জামায়াত রুখে দাঁড়াবে : ডা. তাহের

১১

২১ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

১২

কনসার্টে ‘সহকর্মীর’ সঙ্গে আলিঙ্গনের দৃশ্য ভাইরাল, ছুটিতে সিইও

১৩

স্বামী-স্ত্রীসহ ৪ মাদককারবারি গ্রেপ্তার

১৪

প্রথম দিনেই আলীর আয় ১.০৮ লাখ টাকা

১৫

আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে : জামায়াত আমির

১৬

মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির

১৭

রাজশাহীতে বইপড়ায় কৃতিত্বের পুরস্কার পেল ২৩০৩ শিক্ষার্থী

১৮

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সামছুল আলমের বিদায়

১৯

শ্রদ্ধা ভালোবাসায় হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

২০
X