কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুর ডিওএইচএসে ডাকাতির ঘটনায় ৪ জন রিমান্ডে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় ডাকাতির অভিযোগে করা মামলায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট আরিফ মোহাম্মদ ফিরোজ ইফতেখারসহ চারজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকি আসামিরা হলেন- মুকুল হোসেন, হারুন অর রশিদ ওরফে রাকিব হাওলাদার, মোন্তাসির আহমেদ মাসুম।

সোমবার (২১ জুলাই) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন।

এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক মো. মাসুদুর রহমান ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। শুনানি শেষে বিচারক প্রত্যেক আসামির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রবিবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে মিরপুর ডিওএইচএসের ১১ নম্বর সড়কের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ওই বাড়ির যে ফ্ল্যাটটিতে ডাকাতি হয়েছে, সেটার মালিক একজন অবসরপ্রাপ্ত মেজর। ঘটনার পর সন্দেহভাজনদের ধাওয়া করে একটি গাড়ি আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ২০ জুলাই দুপুর ২টায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অবৈধ মালামালের অভিযোগ তুলে আসামিরা নিজেদের ডিজিএফআই ও সেনাবাহিনীর লোক পরিচয় দিয়ে জোর করে বাসায় প্রবেশ করে। তারা মেয়েদের থেকে জোর করে আলমারির চাবি নিয়ে মোবাইল ফোন, গহনা, নেকলেসসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। ডাকাতদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় আর্মি কন্ট্রোল রুমে ফোন করেন। পরে আর্মি চারজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় পল্লবী থানায় মামলা করেন ভুক্তভোগী।

জানা গেছে, আটক ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি মুঠোফোন, সোনা ও হীরার গয়না, ল্যাপটপ, তিনটি ঘড়ি, কিছু প্রসাধনী ও কয়েকটি ইয়াবা উদ্ধার করা হয়েছে। ডাকাত দলের সদস্যরা বিভিন্ন মূল্যবান মালপত্র ব্যাগে ভরে নিয়ে বের হয়। এ সময় তাদের পরিচয় নিয়ে মিরপুর-১০-এর বাসিন্দা হারুনুর রশিদের সন্দেহ হয়। তিনি একটি মোটরসাইকেলে করে গাড়ির পিছু নেন এবং ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করতে থাকেন। পরে গাড়িটি মিরপুর-১২ এনডিসি চেকপোস্টের কাছে পৌঁছলে সামনের আরেকটি গাড়ির কারণে তা আটকে যায়। স্থানীয়দের সহায়তায় ওই চারজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুস্বাস্থ্য সুরক্ষায় স্কুলে তামাক নিয়ন্ত্রণ আইনের কঠোর বাস্তবায়ন দরকার

টেস্টে রিশাদকে দেখতে চান মুশতাক

ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগে ছোট নামাজিদের মুখে হাসি

প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে সুখবর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

চসিকের সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে দুদুকের চার্জশিট

মিরপুরের কালো মাটির উইকেটে স্পিনারদের যে পরামর্শ দিলেন মুশতাক

সাংবাদিক সুভাষ সিংহসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২৩ বছরের অপেক্ষা নারীর, কারাগার থেকে ফিরেই বিয়ে করলেন ফিলিস্তিনি

সেই পর্ন তারকা যুগল নিয়ে সামনে এলো আরও অজানা তথ্য

হাত-পায়ের রগ কাটা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১০

বৃষ্টি-লঘুচাপ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

১১

জবি ছাত্রদল নেতা জোবায়েদ খুন, আটক ৩

১২

জিন ছাড়াতে গিয়ে ধর্ষণ, অভিযোগ গৃহবধূর

১৩

পাঁচ লাখ কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইতালি, আবেদন শুরু কবে?

১৪

বিশ্ব ফুটবলে মরোক্কোর পরাশক্তি হয়ে ওঠার গল্প

১৫

ঝগড়া ছাড়াই সম্পর্ক শেষ করুন সুন্দর উপায়ে

১৬

সরাইলে তরুণ দের পক্ষ থেকে নতুন বই পেল মেধাবী শিক্ষার্থীরা

১৭

জুলাই শহীদ পরিবারের সন্তানদের বিনা খরচে পড়ার সুযোগ দেবে সরকার

১৮

অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলাই বিএনপির দর্শন : মির্জা ফখরুল

১৯

পুলিশে ৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন

২০
X