কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশেষায়িত বাণিজ্যিক আদালত স্থাপনে সুপ্রিম কোর্টের চিঠি

হাইকোর্ট। ছবি : সংগৃহীত
হাইকোর্ট। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে সারা দেশে বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করতে একটি প্রস্তাব আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এই প্রস্তাব পাঠানো হয়েছে। দেশের বাণিজ্যিক বিরোধসমূহ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির মাধ্যমে বিনিয়োগ পরিবেশকে আরও গতিশীল ও স্বচ্ছ করে তুলতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে

প্রস্তাবে ব্যবসায়ী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বণিকদের সাধারণ লেনদেন থেকে শুরু করে আমদানি-রপ্তানি কার্যক্রম, বিমান ও নৌপরিবহন, নির্মাণ ও অবকাঠামোগত প্রকল্প, ফ্র্যাঞ্চাইজ চুক্তি, বিতরণ ও লাইসেন্সিং, প্রযুক্তি উন্নয়ন, ট্রেডমার্ক, কপিরাইট, পেটেন্ট, শিল্প নকশা, ডোমেইন নাম, ভৌগলিক নির্দেশক, বীমা এবং অংশীদারিত্ব চুক্তি, আর্থিক প্রতিষ্ঠান, পরিষেবা খাত এবং শেয়ারহোল্ডার বা যৌথ উদ্যোগ সম্পর্কিত বিরোধকে বিশেষায়িত বাণিজ্যিক আদালতের এখতিয়ারভুক্ত করার কথা বলা হয়েছে।

প্রস্তাবে জেলা জজদের মধ্য থেকে বাণিজ্যিক আদালতের বিচারক নিয়োগ করার বিষয়টি উল্লেখ রয়েছে। একই সঙ্গে প্রধান বিচারপতি কর্তৃক হাইকোর্ট বিভাগে বাণিজ্যিক আপিল বেঞ্চ গঠনের বিষয়টিও প্রস্তাবে উঠে এসেছে। সুপ্রিম কোর্টের পাঠানো প্রস্তাবে মামলা দায়েরের পূর্বে মধ্যস্থতাকে বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে।

প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, কোনো বাণিজ্যিক মামলা বা আবেদনের মূল্যমান ৫০ লক্ষ টাকা হলে তা বাণিজ্যিক আদালতে বিচার্য হবে। তবে প্রয়োজন অনুযায়ী সরকার সময়ে সময়ে এই নির্ধারিত মূল্যমান সীমা পুনর্নির্ধারণ করতে পারবে মর্মে প্রস্তাবে উল্লেখ রয়েছে।

বিচার প্রক্রিয়াকে দ্রুত ও কার্যকর করার জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিচার কার্যক্রম শেষ করার বিষয়ে প্রস্তাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রস্তাবে উল্লেখ রয়েছে, চূড়ান্ত শুনানি অবশ্যই ৯০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। এছাড়া, অপ্রয়োজনীয় বিলম্ব এড়াতে সংক্ষিপ্ত বিচারের সুযোগও প্রস্তাবে রাখা হয়েছে। আপিল নিষ্পত্তির ক্ষেত্রেও সময়সীমা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যিক আপিল আদালত ছয় মাসের মধ্যে এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তিন মাসের মধ্যে আপিল নিষ্পত্তির প্রচেষ্টা গ্রহণ করবে বলেও প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। এছাড়া, প্রস্তাবে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, বিচারক ও আইনজীবীদের জন্য প্রশিক্ষণ এবং ধারাবাহিক পেশাগত উন্নয়নের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, প্রস্তাবটি প্রেরণের পূর্বে বিভিন্ন অংশীজনদের মতামত গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ইউএনডিপি ও বিডার যৌথ উদ্যোগে সেমিনার করা হয়েছে। দেশে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠায় করণীয় সম্পর্কে বিশদ আলোচনায় উঠে আসা মতামতগুলো বিবেচনায় নিয়ে প্রস্তাবটি চূড়ান্ত করা হয়।

বিশেষজ্ঞদের মতে, দেশে পৃথক বাণিজ্যিক আদালত তৈরি হলে তা বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করবে। বিশেষায়িত আদালতের মাধ্যমে দ্রুত বিচারপ্রাপ্তির ফলে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং অর্থনীতির গতি আরও ত্বরান্বিত হবে বলে সংশ্লিষ্ট মহল দৃঢ়ভাবে বিশ্বাস করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যালন ডি’অর ঘিরে নতুন বিতর্ক

৩০০ ট্রাভেল এজেন্ট নিয়ে মালদ্বীপে ইউএস-বাংলার সম্মেলন 

খুলনার বাস্তুহার এলাকায় সংঘর্ষের ঘটনায় মামলা

বিশ্লেষণ / যুক্তরাষ্ট্র কেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত না

রিজভীর বক্তব্য নিয়ে শিবির সেক্রেটারির প্রতিক্রিয়া

নদীর ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, ব্যাপক গোলাগুলি

ফের ছাত্ররাজনীতি চালুর সিদ্ধান্ত শাহজালাল বিশ্ববিদ্যালয়ে

চট্টগ্রামে হাতকড়া নিয়ে পালালেন আসামি

ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

ভূমিসেবায় অতিরিক্ত টাকা নিলে কঠোর ব্যবস্থা : ডিসি মোস্তাক

১০

বাস্তব রূপ নিচ্ছে মুসলিম দেশগুলোর স্বপ্নের ‘ন্যাটো জোট’

১১

ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান

১২

ঘুম আসছে না? এই ৫ খাবার সহজেই দিতে পারে সমাধান

১৩

সংঘর্ষের সাত মাস পর কুয়েটের ৫ শিক্ষার্থীকে বহিষ্কার

১৪

রাকসু নির্বাচন ১৬ অক্টোবর

১৫

সেমিফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ

১৬

‘তার মানে আপনি অবৈধ পেশায় নিয়োজিত ছিলেন’, তাহসানের উদ্দেশে রাজীব

১৭

বিশেষায়িত বাণিজ্যিক আদালত স্থাপনে সুপ্রিম কোর্টের চিঠি

১৮

চীনের ভয়ংকর যুদ্ধবিমান নিয়ে আলোচনা

১৯

ডেঙ্গুতে ২০-৩০ বছর বয়সি রোগীর মৃত্যুহার বেশি : স্বাস্থ্য মহাপরিচালক

২০
X