কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মিল্কি হত্যার পলাতক আসামি বাবা, বনানীতে ছেলের আধিপত্য

রিয়াজুল হক খান মিল্কি। ছবি : সংগৃহীত
রিয়াজুল হক খান মিল্কি। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলার আসামি সাখাওয়াত হোসেন চঞ্চল। তিনি এ মামলার সূচনা থেকেই পলাতক। এ হত্যাকাণ্ডের নয় বছর পার হলেও তিনি ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। তবে তিনি পলাতক থাকলেও ছেলে তামিমের মাধ্যমে বনানী এলাকায় আধিপত্য বিস্তার করছেন। এই এলাকায় চাঁদাবাজিসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে তানিম রাজত্ব সৃষ্টি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি ভয়ভীতি দেখানোয় অনেক ভুক্তভোগী তার বিরুদ্ধে মুখও খুলছে না ভুক্তভোগীরা।

জানা গেছে, চঞ্চলের ছেলে তামিম বনানীর ১০ নং রোডের জি ব্লকের ৩১ নং বাসায় তামিম ইন্টারন্যাশনাল কনট্রাকটর নামে একটা প্রতিষ্ঠান পরিচালনা করেন। তামিমের পিতা পলাতক চঞ্চল ফোন করে এ প্রতিষ্ঠানের জায়গার জন্য চুক্তি করেন। এখানে বসে তামিম ও তার সহযোগীরা পরস্পর যোগসাজশে ফ্ল্যাটের অন্য মালিকদের জিম্মি করে চাঁদাবাজি করেন। গত ৯ অক্টোবর ওই বাসার ৬ষ্ঠ তলার বি ব্লকের ফ্ল্যাট মালিক ফরহাদ আমিন খানের কাছে সার্ভিস চার্জের নামে চাঁদা দাবি করে তামিমের সহযোগীরা। তবে চাঁদা না দেওয়ায় ফ্ল্যাটের মালিককে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করেন।

এ ঘটনায় তিনি বাদী হয়ে বনানী থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন। এ মামলার পর তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১০ অক্টোবর তাদের আদালতে হাজির করা হয়। এরপর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী কালবেলাকে বলেন, তামিম তার পিতার প্রভাব খাটিয়ে নিয়মিত চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ভয়ভীতি দেখান। যেকারণে কেউ মুখ খুলতে চায় না।

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান কালবেলাকে বলেন, এ ধরনের কোন অভিযোগ আমরা পায়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৯ জুলাই রাতে গুলশানে শপার্স ওয়ার্ল্ড নামে একটি বিপণিবিতানের সামনে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কিকে গুলি করে হত্যা করা হয়। ওই বিপণিবিতানের ক্লোজড সার্কিট ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্র দেখে মিল্কির একসময়ের সহযোগী যুবলীগের আরেক নেতা জাহিদ সিদ্দিকী তারেকসহ ভাড়াটে খুনিরা তাকে হত্যা করে বলে নিশ্চিত হয় পুলিশ।

ওই ঘটনায় মিল্কির ছোট ভাই রাশেদুল হক খান বাদী হয়ে গুলশান থানায় এজাহারনামীয় ১১ জন এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাশোগি হত্যার বিষয়ে কিছুই জানতেন না সৌদি যুবরাজ : ট্রাম্প

তারেক রহমানকে নিয়ে ‘সংকট সংগ্রামে সাফল্য’ শীর্ষক তথ্যচিত্র মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার

তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণের নির্দেশ

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

‘আশুলিয়ায় ছয়টি মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ’

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আনতে গ্রামীণফোন ও বিএসসিএলের চুক্তি

গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

বিপিএল: বিশ্বকাপজয়ী মারকুটে ব্যাটারকে দলে ভেড়ানোর ইঙ্গিত ঢাকার

সাংবাদিক সোহেলকে তথ্য যাচাইয়ের জন্য আনা হয়েছিল : ডিএমপি

শরীয়তপুরের উন্নয়নে কাঁধে কাঁধ মিলে কাজ করব : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১০

যুবদল নেতা হত্যা : শীর্ষ সন্ত্রাসী ‘পাতা সোহেল’সহ গ্রেপ্তার ২

১১

ফেসবুক মার্কেটপ্লেসে বড় পরিবর্তন

১২

লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি গোলাম পরওয়ারের

১৩

গুগলের জেমিনি লাইভে এসেছে নতুন ৫ সুবিধা

১৪

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করছে যুক্তরাষ্ট্র

১৫

কাভার্ডভ্যানে ধাক্কা দিয়ে নিজ ট্রাকেই প্রাণ গেল চালকের

১৬

ইসির আচরণবিধি নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

১৭

বাংলাদেশ ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

১৮

জকসু নির্বাচনে অংশ নেওয়ার শিক্ষার্থীরা বুলিংয়ের শিকার : চন্দন কুমার

১৯

নায়কদের দিন শেষ? ২০০ কোটি পারিশ্রমিক নিয়ে শীর্ষে রাজামৌলি

২০
X