চুরি হওয়ার চার মাস পর নূর জুয়েলার্সের মালিককে ১২ লাখ টাকা ও স্বর্ণালংকার ফিরিয়ে দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
শনিবার (৫ আগস্ট) দুপুরে ডিবি কার্যালয়ে নূর জুয়েলার্সের মালিকের কাছে তার স্বর্ণালঙ্কার ও টাকা ফেরত দেওয়া হয়।
এর আগে চলতি বছরের রমজান মাসে ১৪ এপ্রিল ভাটারা থানার মাদানী রোডে অবস্থিত নূর জুয়েলার্স নামের একটি দোকানের মালিক এবং কর্মচারীরা তাদের দোকান ভালো করে তালাবদ্ধ রেখে ঘণ্টাখানেকের জন্য মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে দোকানে এসে দেখেন শাটার এবং কলাপসেবল গেটের তালা কাটা। ভেতরে সাজিয়ে রাখা স্বর্ণালংকার চুরি হওয়া। এ ঘটনায় পরের দিন একটি চুরির মামলা করেন নূর জুয়েলার্সের মালিক।
দীর্ঘদিন তদন্ত করে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং চট্টগ্রামে অভিযান চালিয়ে আসামিদের শনাক্ত করা হয়। আট থেকে ১২ জনের দলে সংঘটিত হয়ে বিভিন্ন জায়গায় এ রকম দুর্ধর্ষ চুরি করে মিলিয়ে যেতে অত্যন্ত পারঙ্গম এই চোরদের নামে ডজনখানেক মামলা থাকলেও তারা ভাসমান হওয়ায় এবং এক জায়গায় বসবাস করতেন না। ফলে ডিবির ওই দলটিকে আসামি গ্রেপ্তারে প্রচুর বেগ পেতে হয়। ডিবি লালবাগ জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মোস্তাফা কামালের নেতৃত্বে ধারাবাহিক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আটজন চোরকে। এ সময়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ১২ লাখ টাকা এবং কয়েক ভরি স্বর্ণালংকার।
আদালতের নির্দেশে শনিবার মামলার বাদী নূর জুয়েলার্সের মালিককে উদ্ধারকৃত ১২ লাখ টাকা বুঝিয়ে দেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশিদ। এ সময়ে তার সঙ্গে ছিলেন ডিসি ডিবি লালবাগ মশিউর রহমান।
আরও পড়ুন : জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষা মিশন বন্ধ হয়ে যাবে : রব
মন্তব্য করুন