কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০২:৫১ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ইরাকে বাংলাদেশিকে অপহরণ করে নির্যাতন, মুক্তিপণ আদায়

গ্রেপ্তার হওয়া আসামিদের একাংশ।
গ্রেপ্তার হওয়া আসামিদের একাংশ।

নবাবগঞ্জের দড়িকান্দা গ্রামের মোসলেম মোল্লা (৩০) ভাগ্য পরিবর্তনের আশায় ২০১৬ সালে জীবিকার তাগিদে ইরাক যান। ইরাকে অবস্থানকালে বাংলাদেশি কয়েকজন তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে ইমো অ্যাপের মাধ্যমে নির্মম নির্যাতনের ভিডিও কল দিয়ে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অন্যথায় মোসলেমকে হত্যা করা হবে বলে তার পরিবারকে হুমকি দেয়।

ছেলের নির্যাতনের ভিডিও সহ্য করতে না পেরে পরবর্তীতে মোসলেমের মা খতেজা বেগম তার ছেলেকে বাঁচানোর জন্য ১২টি বিকাশ নম্বরে ছয় লাখ টাকা প্রদান করেন। পুলিশ সদর দপ্তরের নির্দেশে পিবিআই ঢাকা জেলা মামলাটির তদন্তভার গ্রহণ করে।

ইরাকে মধ্যযুগীয় কায়দায় বাংলাদেশি যুবক মোসলেম মোল্লাকে নির্যাতন করে মুক্তিপণ আদায়ের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাদের বাংলাদেশের বরিশাল, গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, মাগুরা এবং খুলনা থেকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৯ আগস্ট) পিবিআই সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ঢাকা জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা।

তিনি বলেন, মোসলেম মোল্লা ২০১৬ সালে জীবিকার তাগিদে কাজের উদ্দশ্যে ইরাক যান। ইরাকে অবস্থানকালে সেলিম মিয়া ও শামীমসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা আসামিরা মোসলেম মোল্লাকে কাজের কথা বলে ইরাকে তার বর্তমান কর্মস্থল থেকে অন্যত্র অপহরণ করে নিয়ে যায়। পরে ইমো অ্যাপের মাধ্যমে কল দিয়ে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করে অন্যথায় তার ছেলেকে হত্যা করবে বলে হুমকি দেয়।

ভুক্তভোগীর মা খতেজা বেগম তার ছেলেকে বাঁচানোর জন্য নবাবগঞ্জ থানাধীন পাড়াগ্রাম বাজার থেকে ১২টি বিকাশ নম্বরে ছয় লাখ টাকা প্রদান করেন। পরে আসামিরা ভুক্তভোগী যুবককে মুক্তি না দিয়ে আবারও তার মায়ের কাছে তিন লাখ টাকা দাবি করে। এই ঘটনায় মোসলেম মোল্লার মা খতেজা বেগম বাদী হয়ে নবাবগঞ্জ থানায় মামলা করেন। পরে পুলিশ সদর দপ্তরের নির্দেশে পিবিআই ঢাকা জেলা মামলাটির তদন্তভার গ্রহণ করে।

২০২১ সালের ২০ সেপ্টেম্বর, ৬ অক্টোবর, ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি এবং ২০২৩ সালের ১৪ আগস্ট ও ২৩ আগস্ট বরিশাল, গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, মাগুরা এবং খুলনায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো আলী হোসেন (৪৯), মো. শামীম (২৫), শিরিন সুলতানা (৩৫), মোহাম্মদ ঘরামী (৫১), রবিউল ঘরামী (২৪), শাহিদা বেগম (৫২), সাহনাজ আক্তার লিপি (৩৮), মো. আকবর সরদার (৫৫)।

পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, ইরাকে অবস্থানকালে ২০২১ সালের ২৩ জানুয়ারি সেলিম মিয়া নামের একজনের সঙ্গে ভুক্তভোগী যুবকের পরিচয় হয়। সেলিম ভুক্তভোগী যুবককে ভালো বেতনের কাজের প্রলোভন দেখিয়ে আসামি আনোয়ার, শাহনেওয়াজ, রুহুল আমিন, মনির, হাসিবুর ও সাব্বিরের হাতে তুলে দেয়। ভুক্তভোগী যুবক মোসলেমকে নিয়ে আসামিরা একটি আবদ্ধ রুমে আটক করে তার সঙ্গে থাকা ২ হাজার ইউএস ডলার ও দেড় লাখ টাকা মূল্যের আইফোন ছিনিয়ে নিয়ে তাকে নির্যাতন করতে থাকে।

তিনি বলেন, তিন দিন ধরে নির্মম, বর্বর নির্যাতনের পর সেই নির্যাতনের দৃশ্য ইমো অ্যাপের মাধ্যমে লাইভ ভিডিওকলে নিহত যুবকের মা খতেজা বেগমকে দেখায় এবং মোট ১১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ভুক্তভোগীর মা খতেজা বেগম ছেলের নির্যাতন সহ্য করতে না পেরে আসামিদের পাঠানো ১২টি বিকাশ নম্বরে ২৬টি ট্রাঞ্জেকশনের মাধ্যমে মোট ছয় লাখ টাকা প্রদান করেন। আসামি আনোয়ার, শাহনেওয়াজ, রুহুল আমিন, মনির, হাসিবুর ও সাব্বিরকে ইরাকে অবস্থান করলেও বাংলাদশে তাদের পরিবারের সদস্যরা এই মুক্তিপণের টাকা বিভিন্ন বিকাশ এজেন্টের দোকান ও নিজেদের পারসোনাল বিকাশ নম্বর থেকে ক্যাশ আউট করে নেয়।

শাহনেওয়াজ অপহরণ চক্রের দলনেতা। গ্রেপ্তার আটজন আসামিকে আদালতে সোপর্দ করা হলে ছয়জন ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

আসামিদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা-

আলী হোসেন (৪৯), মোহাম্মদ ঘরামী (৫১) ও রবিউল ঘরামীর (২৪) বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার মামলা মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা রয়েছে, মুন্সীগঞ্জের সদর থানার মামলা মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা রয়েছে। এ ছাড়াও আসামি মো. আকবর সরদারের (৫৫) বিরুদ্ধে মাগুরার মহম্মদপুর থানার মামলা মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৪তম মৃত্যুবার্ষিকী আজ

ইরান থেকে বিতাড়িত আফগানদের দুর্ভাগ্য পিছু ছাড়ল না, নিহত ৭১

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

২০ আগস্ট : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

ওসির স্বাক্ষর জাল করে ১০ লাখ টাকা আত্মসাৎ, পুলিশ সদস্যের নামে মামলা

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার খবর কী?

টিভিতে আজকের খেলা

চক্ষু বিশেষজ্ঞ বিভাগে নিয়োগ দিচ্ছে রেড ক্রিসেন্ট

দিনাজপুরে প্রজন্ম লীগ নেতা তৈবুর গ্রেপ্তার

১০

ইতালি যাওয়ার এক দিন পরই বাংলাদেশির মৃত্যু

১১

আখেরি চাহার সোম্বা আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

১২

সেলস ম্যানেজার পদে স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

১৩

ফজর নামাজের সময় মসজিদে নারকীয় তাণ্ডব, নিহত ২৭

১৪

দুপুরের মধ্যে ৭ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৫

২০ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ 

১৭

হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

১৮

২০ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৯

সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর

২০
X