জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি হত্যার ঘটনায় গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবুকে ঢাকায় নিয়ে আসছে র্যাব।
পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে বলে শনিবার (১৭ জুন) বিকেল সাড়ে ৩টার পর র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন।
তিনি আরও জানান, চেয়ারম্যানকে মাইক্রোবাসে করে ঢাকায় আনা হচ্ছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত বুধবার (১৪ জুন) সংবাদ প্রকাশকে কন্দ্রে করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সাংবাদিক নাদিমের ওপর হামলা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুন তার মৃত্যু হয়।
মন্তব্য করুন