রাজধানীর তেজগাঁওয়ে এলোপাতাড়ি গুলিতে অ্যাডভোকেট ভুবন চন্দ্র শীল (৫৩) হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের নাম মারুফ বিল্লাহ হিমেল। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাফিজ আল ফারুক কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বিজি প্রেস এলাকায় গোলাগুলির ঘটনায় মারুফ বিল্লাহ হিমেল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিস্তারিত পরিচয় পরবর্তীতে জানানো হবে।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বিজি প্রেস এলাকায় ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে প্রাইভেটকারের আরোহী শীর্ষ সন্ত্রাসী তারিক সাইদ মামুনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় প্রতিপক্ষ সন্ত্রাসীরা। সেই গুলিতে আহত হয়েছিলেন ভুবন চন্দ্র শীল। তখন তিনি ওই সড়কে ভাড়া মোটরসাইকেলে আরামবাগের বাসায় যাচ্ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ওই রাতেই তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়। এতদিন সেখানেই তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে গত শনিবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তবে গতকাল সোমবার সকাল ১০টা ৩৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন