সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল বাতিল ও কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
বুধবার (১০ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সারা দেশের সঙ্গে সমন্বয় করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।
সরেজমিনে দেখা যায়, বেলা ১১টা বাজতেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে একত্রে বিক্ষোভ মিছিল নিয়ে উপস্থিত হতে থাকেন শিক্ষার্থীরা। প্রায় হাজারখানেক শিক্ষার্থী ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’,‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’সহ নানা স্লোগান দিতে থাকেন।
এ সময় আন্দোলনের অন্যতম সমন্বয়ক আমানুল্লাহ আমান বলেন, আমাদের দাবি একটাই সব ধরনের চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার চাই। আমাদের দাবি মেনে নিলেই আমরা ক্লাসরুমে ফিরে যাব।
মন্তব্য করুন