চলমান কোটা সংস্কার আন্দোলন এতদিন মানববন্ধন-মিছিলে সীমাবদ্ধ থাকলেও আজ তা সংঘর্ষে রূপ নিয়েছে। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এরপর চবি, জবি, জাবি, রাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ সহিংসতা ছড়িয়ে পড়েছে।
চলুন ছবিতে দেখে নেওয়া যাক আজকের আন্দোলনে সংঘর্ষের দৃশ্য-
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন কোটা আন্দোলনকারীরা।
সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের ওপর হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের ধাওয়া দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগ।
কোটা আন্দোলনের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রসংগঠনের ৪ নেতা-কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল ও সন্ধ্যা ৭টায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখেন কোটা সংস্কার আন্দোলনকারীরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মন্তব্য করুন