কুবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ১২:৫৬ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনরত শিক্ষার্থীদের মারধরের অভিযোগ কুবির কর্মচারীর বিরুদ্ধে

অভিযুক্ত জসিম উদ্দিন। ছবি : সংগৃহীত
অভিযুক্ত জসিম উদ্দিন। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের সভাপতি ও প্রকৌশল শাখার প্ল্যাম্বার জসিম উদ্দিনের বিরুদ্ধে।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য রেড সেল গঠন করেছিল কুমিল্লা জেলা আওয়ামী লীগ। গত ৪ আগস্ট শিক্ষার্থীরা কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল করলে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ তাদের ওপর ওপেন ফায়ার ও লাঠিচার্জ করে।

ওই মিছিলে দেশীয় অস্ত্র হাতে শিক্ষার্থীদের মারধর এবং ৩ আগস্ট বিজয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে মিটিং করে শিক্ষার্থীদের দমন করার পরিকল্পনা করেন। এমন একটা ভিডিও কালবেলার হাতে এসেছে।

মিটিংয়ে জসিম উদ্দিন বলেন, কোটা আন্দোলনের নামে বিএনপি, জামায়াত-শিবির দেশে অরাজকতা সৃষ্টি করছে। তারা জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এই কাজ করার সাহস পাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি না থাকার কারণে। প্রতি সেকশনে যদি ১২০০ স্টুডেন্ট ভর্তি হয় আর প্রতি বছরে যদি আমরা ১০০ ছাত্রলীগ সৃষ্টি করতে পারি তাহলে ১০০ ছাত্রলীগ পাঁচ বছরে ৫০০ ছাত্রলীগ নেতা সৃষ্টি করতে পারবে। আর ৫০০ ছাত্রলীগের দুজন করে কর্মী হলে হাজার-পনেরোশ নেতা আমাদের ক্যাম্পাসে থাকত। এই পনেরোশ নেতা যদি বাধা দিত শিক্ষার্থীরা বিশ্বরোডে আসতে পারত না।

এ বিষয়ে জসিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এগুলো আমার নামে গুজব ছড়ানো হচ্ছে। আমি কখনো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলাম না। ভিডিও সম্পর্কে তিনি বলেন, এগুলো ফেক ভিডিও।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গোলাম মোস্তফা বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী জসিম উদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগের গুন্ডারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের মারধর করেন এবং জসিমকেও শিক্ষার্থীদের মারধর করতে দেখা যায়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন এর ৪৩ এর ৪ ধারায় উল্লেখ আছে, কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য হতে পারবেন না। তিনি সংবিধান পরিপন্থি করে স্থানীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ার অভিযোগ আছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পাবেল রানা বলেন, যে শিক্ষক কর্মকর্তা বা কর্মচারী শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে আন্দোলনে বাধা দিয়েছে তাদের আমরা ক্যাম্পাসে চাই না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুততম সময়ের মধ্যে এর যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি। না হলে সাধারণ শিক্ষার্থীরা আবার আন্দোলন গড়ে তুলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাধিক উপকারিতা কাঠবাদামের, যাদের জন্য ক্ষতিকর

একই দিনে দুইবার পরিবর্তন, রাকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ

পারকি সৈকতের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

হিসাব মহানিয়ন্ত্রকের নামে প্রতারণা, সতর্ক থাকার নির্দেশ

ভারত-পাকিস্তান ম্যাচের প্রচারণার ভিডিওতে থাকায় বিপাকে শেবাগ

ভারতের ছাড়া পানি থেকে বাঁচতেই বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান!

সিলেটে পানির জন্য হাহাকার, সড়ক অবরোধ

অপারেশনের পর জ্ঞান না ফেরায় রোগীর মৃত্যু

শাহপরাণ (রহ.)-এর মাজারে ওরস বৃহস্পতিবার

১০

অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পুলিশ ‘ক্ষমা’ চাইবে, জানালেন ফাওজুল কবির

১১

নদীভাঙন এলাকা পরিদর্শনে গেলেন উপদেষ্টা শারমিন মোরশেদ

১২

বাবরকে নিয়ে মন্তব্য করায় হারিসকে লাঠি দিয়ে মারতে চান সাবেক পাক ক্রিকেটার

১৩

নির্বাচন পেছালে উগ্রবাদের উত্থান ঘটতে পারে : রিজভী

১৪

বৃষ্টিপাত-তাপমাত্রা কমবে না বাড়বে, জানাল আবহাওয়া অফিস

১৫

ইবি শিক্ষার্থী সাজিদের খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

১৬

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

১৭

রাতের বেলা গায়েবি নোটিশ আসে : সাদিক কায়েম

১৮

ইসলামী ব্যাংকে আলোচিত ‘বিশেষ দক্ষতা মূল্যায়ন’ অবশেষে স্থগিত

১৯

মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটির নামে সভা-সমাবেশ নয় : মুক্তিযোদ্ধা দল 

২০
X