পাবিপ্রবি প্রতিনিধি:
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩১ এএম
অনলাইন সংস্করণ

পাবিপ্রবিতে ছাত্রলীগ কর্মীর ওপর বহিরাগতদের হামলা

মারধরের শিকার ছাত্রলীগ কর্মী। ছবি : কালবেলা
মারধরের শিকার ছাত্রলীগ কর্মী। ছবি : কালবেলা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বহিরাগতদের হামলার শিকার হয়েছেন ছাত্রলীগের এক কর্মী। ভুক্তভোগী ওই শিক্ষার্থী হলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী তাইফুল ইসলাম খান রঙ্গন। তিনি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক শেহজাদ হোসনের অনুসারী ছিলেন।

সোমবার (২ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, রঙ্গন পূর্বের ব্যক্তিগত বিরোধের জেরে বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক গ্রুপে শাখা ছাত্রলীগের ইঞ্জিনিয়ারিং অনুষদের সভাপতি ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী শাহজালাল হোসেনের নামে একটি পোস্ট করেন। পোস্টের মন্তব্যের ঘরে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী তাকে সুবিধাভোগী সুশীল ও বিভিন্ন ভাষায় বিদ্রুপ করে মতামত প্রকাশ করতে থাকে। একপর্যায়ে তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়, তখন ভুক্তভোগী রঙ্গন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ওই শিক্ষার্থীরা নিজেদের মধ্যে বিরোধ দুর করতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একত্রিত হয়। তারা নিজেদের মধ্যে মিমাংসা করার একপর্যায়ে আবারও কথা-কাটাকাটিতে লিপ্ত হলে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন বহিরাগত রঙ্গনের উপর হামলা চালায়।

হামলার শিকার রঙ্গন বলেন, ফেসবুকে একটি পোস্টের মন্তব্য করা নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন বন্ধুর সাথে আমার কথা কাটাকাটি হয়। পরে আমরা বিষয়টি মীমাংসার জন্য বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনের যাই। সেখানে যেয়ে তাদের সাথে আলোচনার সময় আবারও কথা-কাটাকাটির সৃষ্টি হয় এবং কিছু বহিরাগত আমার উপর অতর্কিত আক্রমণ করে। যাদেরকে আমি চিনতে পারিনি।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মিনারুল ইসলাম বলেন, ‘রঙ্গনের একটি ফেসবুক পোস্ট নিয়ে আমাদের বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সাথে কিছু মতানৈক্য হয়। বিষয়টি মীমাংসার জন্য তাকে নিয়ে প্রধান ফটকে কাছে আসি। কিন্তু আলোচনা চলাকালীন সময়ে কিছু বহিরাগত এসে তাকে অতর্কিত আক্রমণ করে। যে ঘটনার সাথে আমরা কোনোভাবেই জড়িত নই। আমরা ধারণা করছি সেখানে ছাত্রলীগ নিয়ে কথা-কাটাকাটি হওয়াতে বহিরাগতরা সুযোগ নিয়ে এমনটা করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু, পুলিশের দাবি ‘শ্বাসকষ্ট’

পিরিয়ডে পেটব্যথা, কমবে ভেষজ চায়ে

জামায়াত ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছুই করেনি : মির্জা ফখরুল

সুষ্ঠু নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রস্তুত: ইসি সানাউল্লাহ

সাকিবকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন তাইজুল

কারিশমার সাবেক স্বামীর সম্পত্তি নিয়ে নতুন বিতর্ক

ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল বাইপাইল

ইনিংস ঘোষণা বাংলাদেশের, জিততে বিশ্ব রেকর্ড গড়তে হবে আয়ারল্যান্ডকে

জেলেনস্কিকে আলটিমেটাম দিলেন ট্রাম্প

পূর্ববিরোধে থেমে গেল জীবনের প্রাণ 

১০

সমর্থন করার জন্য ধন্যবাদ জানালেন মিথিলা

১১

সন্দেহ-অবিশ্বাসে দেশের পরিবর্তন সম্ভব নয় : রিজওয়ানা

১২

পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ : রাজউক চেয়ারম্যান

১৩

অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দিচ্ছে স্কয়ার গ্রুপ

১৪

এসএমসিতে পার্ট টাইম চাকরির সুযোগ

১৫

দেশে ফের ভূমিকম্প

১৬

৪৯১ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

১৭

যুবদল নেতা বহিষ্কার

১৮

টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ট্রান্সকম

১৯

জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 

২০
X