খুবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রাসূল (স.) আদর্শ ধারণ করে নিজেকে গড়ে তুলতে হবে

খুবি কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল। ছবি : কালবেলা
খুবি কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল। ছবি : কালবেলা

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, ‘সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। মহানবীর (সা.) জীবনী থেকে শিক্ষা নিয়ে তার আদর্শ ধারণ করে আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে।’

সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

প্রফেসর ড. মো. রেজাউল করিম আরও বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদ (সা.) মক্কা বিজয়ের পর মুশরিকদের মনে আতঙ্ক কাজ করছিল, বিজয়ী বীর মুহাম্মদ (সা.) তাদের সঙ্গে কেমন আচরণ করবেন এবং কীভাবে প্রতিশোধ নেবেন তা ভেবে। কিন্তু তিনি কারও ওপর কোনো প্রতিশোধ নিলেন না। সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন।’

তিনি বলেন, মহানবী (সা.) বলেছেন, আমাদের সব সময় প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করা উচিত। সাম্প্রতিক সময়ে সৃষ্ট বন্যায় দুর্গতদের পাশে যেভাবে খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাঁড়িয়েছেন এটাকে আমি মনে করি রাসূলের (সা.) শিক্ষা। আমাদের সব সময় এমন থাকতে হবে। একে অপরের বিপদে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, ‘ছাত্রদের আন্দোলনের ফলে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। এ সুযোগ নিয়ে বিভিন্ন স্থানে অনেকেই প্রতিশোধ পরায়ন হয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি করেছে। সম্প্রতি খুলনায় মহানবীকে (সা.) কটূক্তিকে কেন্দ্র করেও বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছিল। আমাদের সচেতন হয়ে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে হবে। নিজেদের ধৈর্য্যশীল হতে হবে।’

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর খান গোলাম কুদ্দুসের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। মহানবী (সা.) এর জীবনীর উল্লেখ্যযোগ্য দিক নিয়ে আলোচনা ও পরে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুল কুদ্দুস।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ আগত মুসল্লিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জনে কী বললেন স্কালোনি

জনতার কাতারে নেমে এসেছেন আলেমরাও

ধামরাইয়ে প্রাইভেটকারে যাত্রী তুলে অপহরণ, আটক ৪

শাহবাগে নেই ছাত্রদল-বাম

পাকিস্তান যেসব সমরাস্ত্র ব্যবহার করেছে ভারতের বিরুদ্ধে

সান্তোসে আর মাত্র দু’টি ম্যাচ খেলবেন নেইমার!

শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র

বিনিয়োগ নিয়ে দেশে অনেক সার্কাস দেখতে পাচ্ছি : আমীর খসরু

বিপাকে ভারত, পাকিস্তানের পক্ষে কাজ করছে তুরস্ক

সাধারণ যানবাহনের সঙ্গেই ছিল জুবাইদার গাড়ি

১০

মামলা তুলতে রাজি না হওয়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

১১

দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে ঢাকায় মার্চ : নাহিদ

১২

নেতা-কর্মীদের উদ্দেশে হেফাজতের যে আহ্বান

১৩

এবার ভারতের স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি

১৪

শাহবাগে ফ্রি চিকিৎসাসেবা দিচ্ছে শিবির

১৫

আ.লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

১৬

আবদুল হামিদের পালানো নিয়ে তারেক রহমানের মন্তব্য

১৭

মুচলেকায় মুক্তি পেল ৯৩ জেলে  / জব্দ করা ৬১৫ কেজি ইলিশ গেল এতিমখানায়

১৮

তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

১৯

‘স্বাস্থ্য খাতে বিনিয়োগ মানুষের ভালো থাকার জন্য হতে হবে’

২০
X