লালমনিরহাটে বিএসএমআরএএইউ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো কিউব স্যাটেলাইট অ্যাসেম্বলি সম্পন্ন করেছেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. নাজমুল উলা।
২৭-৩০ জুলাই বিএসএমআরএএইউ ক্যাম্পাসে গিয়ে সেখানকার ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সহযোগিতায় তিনি এই অ্যাসেম্বলি সম্পন্ন করেন। এ সময় অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এএসএম ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।
তিনি সরেজমিনে বীর মুক্তিযোদ্ধা ড. নাজমুল উলার তত্ত্বাবধানে পরিচালিত ‘পিকো-স্যাটেলাইট ফর বাংলাদেশ’ গবেষণা প্রজেক্টের বিভিন্ন অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং প্রজেক্টের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
কিউব স্যাটেলাইট মূলত কিউবের মতো দেখতে ১০ * ১০ * ১০ সেন্টিমিটারের একটি কিউব, যা পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠানো হয় এবং এর সঙ্গে যুক্ত বিভিন্ন সেন্সরের মাধ্যমে ডেটা সংগ্রহ ও ক্যামেরার মাধ্যমে আবহাওয়া পরিস্থিতিসহ বিভিন্ন কিছুর ছবিও তোলা সম্ভব।
লালমনিরহাটে কিউব স্যাটেলাইট অ্যাসেম্বলির পাশাপাশি একটি সাধারণ গ্রাউন্ড স্টেশনের কাজও সম্পন্ন করা হয়, যা আপাতত ‘নোয়া-১৮’ স্যাটেলাইটের পাঠানো আবহাওয়ার ছবি ধরতে পারে। এই স্টেশনটিকে আরও উত্তরণের চেষ্টা চলমান আছে, যেন এটি দিয়েই নিজেদের তৈরি কিউব স্যাটেলাইটের সঙ্গে দ্বিমুখী যোগাযোগ সম্ভব হয়।
২০২২ সালের তথ্য অনুযায়ী, গ্লোবাল কিউব স্যাটেলাইট মার্কেট ভেলুয়েশন ২৯৭ মিলিয়ন ডলার, যা ক্রমান্বয়ে বাড়ছে। আশা করা হচ্ছে, ‘পিকো-স্যাটেলাইট ফর বাংলাদেশ’ গবেষণা প্রজেক্টের মধ্য দিয়ে অদূর ভবিষ্যতে বাংলাদেশেই নিজেদের মেধা ও ব্যবস্থাপনায় কিউব স্যাটেলাইট উৎপাদন ও রপ্তানি সম্ভব হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশ মহাকাশভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে।
মন্তব্য করুন