বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ)-এর এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (এএমই) বিভাগ পরিদর্শন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নিরীক্ষা দল।
বুধবার (২৮ নভেম্বর) বেবিচক’র নিরীক্ষাদল ঢাকা এবং লালমনিরহাট ক্যাম্পাস পরিদর্শন করেন। এএমই’র ছাত্রছাত্রীদের মডিউল কোর্সের লাইসেন্স প্রদানের নিমিত্তে তারা এ পরিদর্শন করেন।
এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং মূলত বিমান রক্ষণাবেক্ষণের জন্য একটি বিশেষ কোর্স। এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রছাত্রীদের জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের জন্য এ লাইসেন্স প্রয়োজন হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশ এই লাইসেন্স প্রদান করেন।
উল্লেখ্য, বিএসএমআরএএইউ একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অধ্যয়ন শেষে সকল পর্যায়ে উত্তীর্ণ হওয়ার পর জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের প্রয়োজনে এই লাইসেন্স দেওয়া হবে। ফলে ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয়ের এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (এএমই) মডিউল কোর্সের ছাত্রছাত্রীরা দেশে ও দেশের বাইরে অ্যাভিয়েশন সেক্টরে বিদ্যমান দক্ষ জনবল সংকট অনেকাংশে পূরণ করতে সক্ষম হবে।
মন্তব্য করুন