

মাঠ ফাঁক পেয়ে অনুশীলন করছিলেন উঠতি বয়সী এক তরুণ। আর এতে ঘটে গেল হাড় হিম করা এক ঘটনা। বাস্কেটবলের পোল পড়ে ওই তরুণ খেলোয়াড়ের মৃত্যু হয়েছে।
এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানায়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।
এতে দেখা যায়, এক তরুণ খেলোয়াড় বাস্কেটবল মাঠে পুল স্পর্শ করার চেষ্টা করেন। কিন্তু একপর্যায়ে ওই খোলোয়াড় বাস্কেটবলের গোলবক্স ধরে ঝুলে পড়তেই তা ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে দৌড়ে আসে তার বন্ধুরা। কিন্তু যন্ত্রণায় কাতড়াতে থাকা হার্দিককে উদ্ধার করা হলেও, শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
এ ঘটনায় নেটিজেনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। একজন লিখেছেন- এ ধরনের ঘটনা সত্যিই হৃদয়বিদারক। আরেকজন লিখেছেন- দুর্ঘটনা বলে কয়ে আসে না।
পরিবার জানিয়েছে, জাতীয় দলে খেলার জন্য নির্বাচিত হয়েছিল হার্দিক। সম্প্রতি ট্রেনিং ক্যাম্প থেকে ফিরেছিল সে। অভিযোগ রয়েছে, বাস্কেটবল কোর্টের রক্ষণাবেক্ষণ না করায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।
মন্তব্য করুন