ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সারা দেশে মাসব্যাপী ‘রিমেম্বারিং জুলাই ২৪’ প্রতিযোগিতার ঘোষণা

সংবাদ সম্মেলনে কথা বলছেন শিক্ষার্থী মো. রায়হান, সাজিদ ইসলাম ও হাবিবা নুসরত। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে কথা বলছেন শিক্ষার্থী মো. রায়হান, সাজিদ ইসলাম ও হাবিবা নুসরত। ছবি : কালবেলা

জুলাই বিপ্লবকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ইতিহাস পুনঃপাঠে আগ্রহী করা ও তরুণ প্রজন্মের মাঝে জুলাইয়ের স্মৃতিকে অবিকৃত রাখার উদ্দেশ্যকে সামনে রেখে সারা দেশে মাসব্যাপী ‘রিমেম্বারিং জুলাই ২৪’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে (ডুজা) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

রিফ্রেইমিং বাংলাদেশের প্রতিনিধি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের (সেশন : ২০২১-২২) শিক্ষার্থী মো. রায়হান, অর্থনীতি বিভাগের (২০২০-২১ সেশন) সাজিদ ইসলাম ও আইন বিভাগের (সেশন : ২০২৩-২৪) হাবিবা নুসরত এ ঘোষণা দেন।

‘রিফ্রেইমিং বাংলাদেশ’-এর উদ্যোগে সোমবার (৩০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত মোট ৫টি ক্যাটাগরিতে শিক্ষার্থী ও অন্যান্য শ্রেণি-পেশার মানুষ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

এ সময় আয়োজকরা বলেন, জুলাই মাসে ফ্যাসিবাদী রাজনৈতিক ও সাংস্কৃতিক কাঠামোর বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের পর বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আমরা একাত্তরের হারিয়ে যাওয়া স্বাধীনতা ফিরিয়ে এনেছি। এবারের আন্দোলনে গণআকাঙ্ক্ষা তুঙ্গে চলে গিয়েছিল, আন্দোলনের শেষ পর্যায়ে এক দফা দাবি ঘোষণার মাধ্যমে। যার মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার করালগ্রাস থেকে মুক্তি অর্জন।

তারা আরও বলেন, আন্দোলনের ৫ আগস্ট ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে যদিও এক ফ্যাসিস্ট শাসকের পতন হয়েছে। তবে, উদ্ভূত পুরোনো রাজনৈতিক ও সাংস্কৃতিক কাঠামো অক্ষত থেকে গেছে। বিগত বছরগুলোতে বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক মূল্যবোধকে কেন্দ্র করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে স্ব-আরোপিত একটি সেন্সরশিপের সংস্কৃতি তৈরি হয়েছিল। যার ফলে ১৮৫৭ সালের সিপাহি বিপ্লব থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ অবদি সব সংগ্রাম সময় থেকে সময়ে ইতিহাস, সমাজ ও সংস্কৃতির সামনে এক পাক্ষিকভাবে উপস্থিত হয়েছে, যা তরুণ প্রজন্মের বুদ্ধিবৃদ্ধিক পরিব্যাপ্তি বৃদ্ধি ও বিশ্লেষণী ক্ষমতার বিকাশে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ প্রেক্ষাপট থেকেই আমাদের উদ্যোগ ‘রিফ্রেইমিং বাংলাদেশ’।

পাশাপাশি আমাদের উদ্দেশ্য বাংলাদেশের দীর্ঘ সমাজ ও সংস্কৃতির তাত্ত্বিক বিশ্লেষণ এবং তার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে বিশ্লেষণী সচেতনতা তৈরি করা বলে উল্লেখ করেন তারা।

এ ছাড়া তারা বলেন, রিফ্রেইমিং বাংলাদেশের পক্ষ থেকে এবার আমাদের লক্ষ্য-উদ্দেশ্যগুলোকে সামনে নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে ‘রিমেম্বারিং জুলাই-২৪’ শিরোনামে একটি বিশেষ প্রতিযোগিতার। প্রতিযোগিতাটির উদ্দেশ্য জুলাইকে কেন্দ্র করে ইতিহাসকে পুনঃপাঠে আগ্রহী করা ও তরুণ প্রজন্মের মাঝে জুলাইয়ের স্মৃতিকে অবিকৃত রাখা।

তা ছাড়া তারা বলেন, আমাদের প্রতিযোগিতা মোট পাঁচটি ক্ষেত্রকে কেন্দ্র করে আয়োজিত হতে যাচ্ছে। গল্প বা স্মৃতিচারণ, কবিতা, স্বল্পদৈর্ঘ্য সিনেমা, গবেষণা প্রবন্ধ ও চিত্রকর্ম ক্ষেত্রে দেশব্যাপী সবার অংশ নেওয়ার সুযোগ থাকছে বয়সভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে।

আয়োজনটিতে সর্বোচ্চ প্রাইজমানি থাকছে এক লাখ টাকাসহ সর্বমোট বারো লাক পাঁচ হাজার টাকা। দেশব্যাপী সব আগ্রহীকে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শিগগিরই আয়োজনটির বিস্তারিত রিফ্রেইমিং বাংলাদেশের ফেসবুক পেইজে প্রকাশিত হবে।

আয়োজকরা জানান, প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে। প্রথম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ‘ক’ বিভাগ, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ‘খ’ বিভাগ, স্নাতক থেকে যে কোনো বয়স ও পেশার অংশগ্রহণকারী ‘গ’ বিভাগে প্রতিযোগিতায় অংশ নিবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ছাড়ে জমজমাট ‘প্রাণ’ প্যাভিলিয়ন

ধর্মঘট প্রত্যাহারের পর সিলিন্ডারের দাম কত চান ব্যবসায়ীরা?

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক

গোপালগঞ্জের স্বতন্ত্র প্রার্থী শিমুল ঢাকায় আটক

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া তৈরি : আসিফ নজরুল

মুক্তির অপেক্ষায় দক্ষিণী ৩ সিনেমা

রাত ১০টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়

সিরিয়ায় কারফিউ, শহর ছেড়ে পালাচ্ছে হাজার হাজার বাসিন্দা

ছয় ম্যাচে ছয় হার নোয়াখালীর

কুমিল্লা-৪ আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল

১০

খেজুর গাছ প্রতীকে কতটা আত্মবিশ্বাসী জমিয়ত?

১১

বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা

১২

ভর্তি পরীক্ষায় ওএমআর বদল করতে গিয়ে ধরা, ২ শিক্ষার্থী বহিষ্কার

১৩

এশিয়ান স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ডে সম্মানিত কালবেলার রানা হাসান

১৪

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা প্রত্যাহার

১৫

সারা দেশে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা

১৬

জনগণের টাকা মেরে জনসেবার প্রয়োজন নেই : হাসনাত আব্দুল্লাহ

১৭

ট্রাম্পের বিরুদ্ধে ইউরোপীয়দের একজোট হয়ে হুঁশিয়ারি

১৮

৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার

১৯

৫ ব্যবসায়ীর ভাগ্য আগুনে পুড়ে ছাই

২০
X