বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আবাসিক হল ছাত্রলীগমুক্ত করার দাবিতে বিক্ষোভ

বাকৃবিতে সব আবাসিক হল ছাত্রলীগমুক্ত করার দাবিতে শিক্ষার্থীদে বিক্ষোভ। ছবি : কালবেলা
বাকৃবিতে সব আবাসিক হল ছাত্রলীগমুক্ত করার দাবিতে শিক্ষার্থীদে বিক্ষোভ। ছবি : কালবেলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সব আবাসিক হলকে ছাত্রলীগ মুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাকৃবি শিক্ষার্থীরা।

রোববার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহীদ শামসুল হক হলের আবাসিক শিক্ষার্থীরা মিছিল, স্লোগান নিয়ে হলের সামনে জড়ো হতে থাকেন। পরবর্তীতে তারা মিছিল নিয়ে শহীদ নাজমুল হক হল, শাহজালাল হল ও ঈশা খাঁ হলের সামনে গেলে ওই হলের কিছু শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে তাদের সঙ্গে যুক্ত হন।

পরবর্তীতে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বোটানিক্যাল গার্ডেনের সামনের রাস্তা দিয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেটে অবস্থান করে স্লোগান দিতে থাকেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলে বিভিন্ন হল থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

জানা যায়, বেশ কয়েক দিন ধরে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের প্রথম বর্ষের শহীদ শামসুল হক হল ও ফজলুল হক হলের দুজন ব্যাচমেট শিক্ষার্থীর মাঝে ব্যক্তিগত বিষয় নিয়ে রেষারেষি চলছিল। কিন্ত আজ মেসেঞ্জারের মেসেজে কথা কাটাকাটির জের ধরে পরবর্তীতে তারা আব্দুল জব্বার মোড়ে ওই রেষারেষির বিষয়ে কথা বললে পরিস্থিতির অবনতি হয় এবং দুজনের মধ্যে ধাক্কাধাক্কি ও এক পর্যায়ে মারামারি হয়। এসময় ফজলুল হক হলের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী নিজের হলের জুনিয়রের পক্ষ নিয়ে শহীদ সামসুল হক হলের ওই শিক্ষার্থীকে মারধর করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। ফজলুল হক হলের দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থী ছাত্রলীগের কর্মী ছিলেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী। পরে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর হলের বেশ কিছু শিক্ষার্থী মিলে বাকৃবির সব হল থেকে ছাত্রলীগমুক্ত করার জন্য বিক্ষোভ মিছিল বের করেন।

এ বিষয়ে ভুক্তভোগী শহীদ শামসুল হক হলের ওই শিক্ষার্থী বলেন, ফজলুল হক হলে আমার ক্লাসমেট বন্ধুর সঙ্গে একটু রেষারেষি হলে আমি আমাদের ব্যাচের গ্রুপে আর কথা না বাড়িয়ে তাকে নিয়ে আব্দুল জব্বার মোড়ে নিয়ে এসে বোঝানোর চেষ্টা করি। এসময় ফজলুল হক হলের দ্বিতীয় বর্ষের অভিযুক্ত শিক্ষার্থী আমার হলের জুনিয়রকে মারছিস বলে আমার গায়ে হাত তোলেন।

ফজলুল হক হলের অভিযুক্ত ওই শিক্ষার্থী বলেন, আমি আব্দুল জব্বার মোড়ে দেখি আমার হলের জুনিয়রকে ওই ছেলে চড় মারছে। এ সময় আমি গিয়ে ঘটনা কি হয়েছে জানতে চাইলে আমাকেও গালি দেয় এবং আমার ওপর চড়াও হয়। তাই আমি আত্মরক্ষার স্বার্থে যা করার করি। আমি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, আমি ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলাম না।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড মো. আব্দুল আলীম বলেন, আমরা শিক্ষার্থীদের দাবিগুলো শুনেছি। ইতোমধ্যেই আমাদের গণতদন্ত কমিটি গঠন শেষ হয়েছে, দ্রুতই তদন্ত কমিটি তাদের কাজ শুরু করবে। শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে যারা শিক্ষার্থীদের নিপীড়ন, নির্যাতনের সঙ্গে জড়িত ছিল বা এখনো জড়িত আছে , তারা কোনোভাবেই হলে থাকতে পারবে না এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

রাইস কুকার না মাল্টি কুকার? কোনটা আপনার জন্য ভালো বুঝে নিন

বিএনপির আরও ৬ নেতাকে বহিষ্কার

রাজধানীতে আজ কোথায় কী

গ্যাস ভেবে এড়িয়ে যাচ্ছেন? হতে পারে ক্যানসারের মতো বড় সমস্যা

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২৮ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

এসিআই মোটরসে চাকরির সুযোগ

সাতক্ষীরায় ৬ যুবদল নেতা বহিষ্কার

সুন্দরবন ও মোংলা বন্দর উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন লায়ন ফরিদ

১০

‘প্রমাণ ছাড়া যেকোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

১১

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

১২

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

১৩

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

১৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

১৫

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

১৬

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

১৭

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

১৮

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

১৯

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

২০
X