

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, অনিবার্য কারণবশত আগামীকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও সকল প্রকার পরীক্ষা বন্ধ থাকবে।
এদিকে, আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রের পরীক্ষার্থীদের সহায়তায় তৃতীয়বারের মতো ‘এক্সাম হল ফাইন্ডার’ সিস্টেম চালু করেছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীরা।
মন্তব্য করুন