রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

রুয়েটে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স

রুয়েটে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের ব্যানার। ছবি : সংগৃহীত
রুয়েটে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের ব্যানার। ছবি : সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল অনুষদের উদ্যোগে তিন দিনব্যাপী ‘ষষ্ঠ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিকাল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (আইসিএমআইএমই) ২০২৪’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার (১১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া আন্তর্জাতিক এ কনফারেন্স শুক্রবার (১৩ ডিসেম্বর) পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ বছরের কনফারেন্সের প্রতিপাদ্য হচ্ছে ‘Innovating for Impact : Advancements in Mechanical, Industrial and Materials Engineering for a Sustainable Future।’

তিন দিনব্যাপী এবারের কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, চীন, ব্রুনাই, হংকংসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শীর্ষস্থানীয় অ্যাকাডেমিশিয়ান, বিজ্ঞানী, গবেষক, স্কলারস, নীতি-নির্ধারকরা অংশ নেবেন।

এতে ৩টি কি-নোট সেশনে ৮টি কি-নোট ও প্ল্যানারি প্রবন্ধ উপস্থাপনের কথা রয়েছে। এ ছাড়াও ১৭টি টেকনিক্যাল সেশনে মোট ১৭৪টি রিসার্চ পেপার উপস্থাপিত হবে। আন্তর্জাতিক এ কনফারেন্সে দেশ ও বাইরের বিভিন্ন দেশ থেকে ৪২৫টি রিসার্চ পেপার জমা পড়ে এবং ১৯১টি গৃহীত হয়।

কনফারেন্সের সভাপতি ও যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান বলেন, রুয়েটের যন্ত্রকৌশল অনুষদের আয়োজনে ৬ষ্ঠ আন্তর্জাতিক কনফারেন্স যা মেকানিকাল, ইন্ডাস্ট্রিয়াল ও ম্যাটেরিয়ালস শীর্ষক বিষয়ে অনুষ্ঠিত হবে। কনফারেন্সে কি-নোট স্পিকার হিসেবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপানসহ অন্যান্য দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ০৮ জন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও বিজ্ঞানী ওনাদের কি-নোট লেকচার প্রদান করবেন। এ ছাড়াও বুয়েট, কুয়েট, চুয়েট, শাবিপ্রবি, এমআইএসটিসহ দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে টেকনিক্যাল সেশনে উপস্থাপনের জন্য ১৭৪টি রিসার্চ পেপার নির্বাচিত হয়েছে।

এ ছাড়াও প্রযুক্তিগত বিভিন্ন আলোচনা রয়েছে এবং গবেষণাপত্র রয়েছে। রুয়েট একাডেমিক আলোচনার বাইরে গবেষণাতেও শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উৎসাহিত করে। যার ধারাবাহিকতায় ষষ্ঠবারের মতো আমাদের আইসিএমআইএমই সম্মেলনের আয়োজন। এ আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

বুধবার কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট গবেষক রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক মুহাম্মদ আজিজ, বিশিষ্ট গবেষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

এ ছাড়াও কনফারেন্সে সভাপতিত্ব করবেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান। কনফারেন্স সম্পাদক হিসেবে আছেন যন্ত্রকৌশল বিভাগের প্রধান, অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদ হাসান খান তুষার ও পৃষ্ঠপোষক শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি প্রতিবারই গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে: নীরব

অতিথিদের সঙ্গে স্ত্রীদের রাত্রিযাপনে উৎসাহ দেওয়া হয় যেখানে

ট্রাম্পের শপথের পরদিনই ভিডিও কনফারেন্সে পুতিন-জিনপিং

আবু সাঈদের হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি দিতে আলটিমেটাম

দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কেন প্রয়োজন?

গণহত্যাকারী দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না : ডা. শফিকুর রহমান

সিলেটে মাছ বিক্রি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশত

হাসিনার আমলে শিক্ষক নিয়োগে অনিয়মের তথ্য সংগ্রহ করবে ঢাবি সাদা দল

ভারত থেকে এলো ৫ হাজার ৭৫০ টন চাল

বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুপক্ষের সংঘর্ষ

১০

সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত জরুরি : কামাল আহমেদ

১১

‘আট লাখ টন চাল আমদানি করবে সরকার’

১২

এনসিটিবি চেয়ারম্যানের দুর্নীতি অনুসন্ধান চেয়ে রিট

১৩

বাড়ি ফিরলেন সাইফ

১৪

বেক্সিমকোর বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের গণসমাবেশ

১৫

৪৭তম বিসিএসের আবেদনের সময়সীমা বাড়ল

১৬

পিলখানা হত্যাকাণ্ড / ১৭৮ বিডিআর জোয়ানের কারামুক্তিতে বাধা নেই

১৭

নিজের সেরাটা দিয়ে জাতীয় দলে ফিরতে চান সোহান

১৮

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে ড. আফিয়া সিদ্দিকী মুক্তি পাননি

১৯

পুলিশের সব ইউনিটে একই পোশাক থাকবে : ডিএমপি কমিশনার

২০
X