চবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

চবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলা, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ করেন চবি শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ করেন চবি শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গভীর রাতে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন দুই শিক্ষার্থী। এ ঘটনায় শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাজের পর বিক্ষোভ কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা।

এসময় ইসলামী ছাত্রশিবিরের চবি শাখার বিভিন্ন নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এ ছাড়াও এর প্রতিবাদে শাখা ছাত্রদল একটি বিবৃতি প্রকাশ করেছে।

এর আগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের কাছে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হামলার ঘটনায় আহতরা হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ সেশনের মহিবুল ইসলাম মহিব ও নিরব আহমেদ।

এদিকে শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে ফের বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় ওই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে আহ্বান জানান তারা।

জানা গেছে, মহিবুল ও নিরব একত্রে কেন্দ্রীয় খেলার মাঠে বন্ধুদের সঙ্গে একটা বারবিকিউ পার্টি শেষে রাস্তা দিয়ে ফিরছিলেন। এসময় ৫-৬ দুর্বৃত্ত তাদের সামনে এসে পথরোধ করে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। তারা মাফলার এবং মুখোশ পরিহিত ছিল। ফলে দুর্বৃত্তদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেননি ভুক্তভোগী শিক্ষার্থীরা।

পরে শিক্ষার্থীদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদের চবি মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসক দেওয়া হয়। এদিকে দুর্বৃত্তদের হামলায় ঘটনায় খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ভুক্তভোগী শিক্ষার্থীদের দেখতে মেডিকেল সেন্টারে গিয়েছেন বলে জানা গেছে।

হামলার ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীদের সহপাঠী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন আশিক বলেন, গত রাতের ঘটনাটা ছিল একরকম হত্যাচেষ্টা। নিরাপত্তা দপ্তরের একজন কর্মীর সামনে এমন ঘটনা ঘটলেও তারা কোনো ব্যবস্থা নেননি। নিরাপত্তা দপ্তরের সবাই আমাদের সাথে অসহযোগিতা করেছে।

তিনি আরও বলেন, প্রায় চার ঘণ্টা আমরা প্রক্টরিয়াল বডির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। কিন্তু কেউই আমাদের ফোন রিসিভ করেনি। নিরাপত্তা দপ্তরের সামনে এ ধরনের নিরাপত্তাহীনতা আমাদের আগামীদিনের জন্য হুমকিস্বরূপ। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চবি সমম্বয়ক মশিউর রহমান সোহাগ বলেন, গত রাতে নবীন দুইজন শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন। তারা কয় মাস হলো ক্যাম্পাসে এসেছে? আর তাদের কাছে ক্যাম্পাসকে সন্ত্রাসীর আঙিনা হিসেবে পরিচয় করিয়ে দিতে চাই একটি গ্রুপ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি, তাদেরকে দ্রুত শনাক্ত করে বিচার করুন।

বিক্ষোভ সমাবেশে ইসলামী ছাত্রশিবির চবি শাখার অর্থ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, যারা নবীন শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর ধৃষ্টতা দেখিয়েছে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। এ ছাড়া নিরাপত্তা দপ্তরের সামনে হামলা হয়েছে। যেখানে সবসময় প্রহরীরা থাকে। দুর্বৃত্তরা হামলা চালিয়ে পালিয়ে গেছে কিন্তু প্রহরীরা তাদের ধরতে পারেনি।

একইদিন সাধারণ শিক্ষার্থীদের দুর্বৃত্তদের হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে চবি জাতীয়তাবাদী ছাত্রদল। শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন এবং সাধারণ সম্পাদক আব্দুল আল নোমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে হামলার ঘটনার নিন্দা জানানো হয়। এ সময় হামলায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।

শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলায় ঘটনায় নিরাপত্তা দপ্তরের প্রধান গোলাম কিবরিয়া বলেন, আমরা ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে একটি টিম পাঠায়। তারা আশপাশের পাহাড়ে অভিযান চালিয়েছে কিন্তু তাদের খুঁজে পাওয়া যায়নি। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে আমরা কাজ করে যাচ্ছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, দায়িত্ব নেওয়ার পরেই আমাদের এমন কিছু ঘটনার সম্মুখীন হতে হয়েছে। তখন বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি সচল ছিল না। তবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এখন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ৯০টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। আমরা সবগুলো ফুটেজ যাচাই করছি। অপরাধী যেই হোক তাকে রোববারের মধ্যেই শনাক্ত করার চেষ্টা করবো। আইনের আওতায় এনে অবশ্যই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যুদ্ধবিরতির অনুরোধ করেনি পাকিস্তান’

‘আগামী নির্বাচনে জনগণ আ.লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করবে’

আধিপত্য নিয়ে সংঘর্ষে যুবলীগ নেতার মৃত্যু, বিএনপি নেতার বাড়িতে আগুন

হাসনাতকে অভিবাদন জানালেন সারজিস

‘ড. ইউনূসের প্রশংসা করেছেন ট্রাম্প’ প্রচারে যা জানা গেল

যুদ্ধবিরতি বৈঠক / ‘আমি বৃহস্পতিবার তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব’

‘পিন্ডি না ঢাকা’ বিষয়ে মাহিন সরকারের ব্যাখ্যা

সামনে বহু লড়াই বাকি : হান্নান মাসউদ

‘তারেক রহমান ডাক দিলে নির্বাচনের দাবিতে ঢাকায় লাখো লোক জমায়েত হবে’

সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা যাবে

১০

মাদকসেবির হামলায় পুলিশের এসআই আহত

১১

লঞ্চে দুই তরুণীকে মারধরের ঘটনায় মামলা

১২

ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেপ্তার

১৩

দেশের প্রথম বন খেজুর গাছের সন্ধান দিনাজপুরে

১৪

ইতালি পালেরমোতে দুই বাংলাদেশি আটক

১৫

বিএনপি নেতার বাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

১৬

আ.লীগকে বিচারের আওতায় আনার সিদ্ধান্তকে স্বাগত জানাল গণসংহতি আন্দোলন

১৭

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার

১৮

ভারত-পাকিস্তান উত্তেজনায় বিশ্বকাপ স্থগিত

১৯

ইবিতে ‘ডি’ ইউনিটের ফলাফল ঘোষণা

২০
X