ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০৬:৪২ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি শিক্ষক স‌মি‌তি গণধিকৃত সংগঠনে প‌রিণত হ‌য়ে‌ছে : সাদা দল 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গত বছরের জুলাই গণঅভ্যুত্থানসহ ক্যাম্পাস ও দে‌শের নানা যৌ‌ক্তিক ইস্যু‌তে গণ‌বি‌রোধী ভূমিকা রাখার জন্য ঢাকা বিশ্ব‌বিদ্যালয় (ঢা‌বি) শিক্ষক সমি‌তি গণধিকৃত সংগঠনে প‌রিণত হ‌য়ে‌ছে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন ঢা‌বির বিএন‌পি-জামায়াত সম‌র্থিত শিক্ষক‌দের সংগঠন সাদা দল।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) শিক্ষক সমিতি কর্তৃক ভিসি বরাবর প্রদত্ত পত্রের বক্তব্য প্রত্যাখ্যান ক‌রে সংগঠ‌নের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষ‌রিত এক বিবৃ‌তি‌তে এ কথা বলা হয়।

বিবৃ‌তি‌তে নেতারা ব‌লেন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিরোধিতা এবং ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অনুগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শিক্ষক সমিতি এখনো নিজেদের বৈধ সমিতি হিসেবে দাবি করে ঢাবি ভিসি বরাবর প্রেরিত পত্রের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। আমরা শিক্ষক সমিতির নামে দেওয়া এ পত্রের বক্তব্য প্রত্যাখ্যান করছি।

উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে নীল দল ছাড়া অন্য কোনো দল ও প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ না করায় নীল দলের প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।

তারা ব‌লেন, গত ২০২৪-এর জুলাই-আগস্টে পরিচালিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় অভ্যুত্থানবিরোধী অবস্থান এবং স্বৈরশাসকের পক্ষে নির্লজ্জ ভূমিকা পালনের জন্য গত আগস্ট মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল সমর্থক শিক্ষকরা বিনা ভোটে নির্বাচিত তৎকালীন শিক্ষক সমিতিকে প্রত্যাখ্যান করে।

শুধু তাই নয়, স্বৈরশাসক খুনি শেখ হাসিনার সরকারের পতন ও দেশ ছেড়ে তার পলায়নের ঠিক দুদিন আগে গণভবনে উপস্থিত হয়ে সাবেক প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন এবং ছাত্র-জনতার আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি দেওয়ায় সাদা দল তৎকালীন শিক্ষক সমিতির নেতাদের বিচার দাবি করে। শিক্ষক সমিতির এ গণবিরোধী ভূমিকার জন্যে ইতোমধ্যেই সংগঠনটি একটি গণধিকৃত সংগঠনে পরিণত হয়েছে। দেশের বিবেকবান অনেক ব্যক্তিও ইতোমধ্যে তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন।

সংগঠ‌নের নেতারা ব‌লেন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করতে চাই যে, শিক্ষক সমিতির নামে দেওয়া পত্রে ২০০৭ সালের যে দৃষ্টান্ত উল্লেখ করা হয়েছে তা দেখিয়ে ফ্যাসিস্টের দোসর এ শিক্ষক সমিতিকে বৈধ শিক্ষক সমিতি হিসেবে দাবি করার কোনো সুযোগ নেই। কারণ সে সময় শিক্ষক সমিতির দায়িত্ব চলমান রাখা হয়েছিল শিক্ষকদের সর্বসম্মত সমর্থনের ভিত্তিতে।

তাছাড়া সে সময়কার শিক্ষক সমিতির অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বীরোচিত ভূমিকা কেবল শিক্ষক সমাজের কাছেই নয়, গোটা জাতির কাছে ছিল প্রশংসনীয়। কিন্তু বৈধ শিক্ষক সমিতি হিসেবে দাবিদার তথাকথিত এ শিক্ষক সমিতি ইতোমধ্যেই শিক্ষকদের কর্তৃক প্রত্যাখ্যাত ও দেশবাসী কর্তৃক নিন্দিত হয়েছে।

শিক্ষক স‌মি‌তির নেতা‌দের শা‌স্তি দা‌বি ক‌রে তারা ব‌লেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের মর্যাদাহানি এবং ঐতিহ্যকে ভূলণ্ঠনকারী ফ্যাসিস্টের দোসর এ শিক্ষক সমিতির নেতৃত্বের দাবিকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। একই সঙ্গে শিক্ষক সমিতির পরিচয় ব্যবহার করা থেকে বিরত থাকার জোর দাবি জানাচ্ছি।

এছাড়াও তাদের গণবিরোধী ভূমিকা এবং গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতি অব্যাহত সমর্থনের জন্য তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সরকারে প্রতি আমাদের জোর দাবি পুনর্ব্যক্ত করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ নেই : শামীম সাঈদী

ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

৩১ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিলেন ৩ যুবক, অতঃপর...

নামাজ শেষে বসে থাকা গৃহবধূকে কুপিয়ে হত্যা

রাকসু নির্বাচনে সাইবার বুলিং রোধে ৫ সদস্যের কমিটি

১৮ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় শঙ্কা দূর হয়েছে : যুবদল নেতা আমিন

আহত নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া

১০

বাংলাদেশ পুনর্নির্মাণে ৩১ দফার বিকল্প নেই : লায়ন ফারুক 

১১

চবির নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, উত্তপ্ত ক্যাম্পাস

১২

অবশেষে জয়ের দেখা পেল ম্যানইউ

১৩

আ.লীগের নেতাদের বিরুদ্ধে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ

১৪

আসিফের ঝোড়ো ইনিংসও পাকিস্তানের জয় থামাতে পারল না

১৫

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, আহত ১৫

১৬

বাবা-মেয়ের আবেগঘন মুহূর্ত ভাইরাল, মুগ্ধ নেটিজেনরা

১৭

ডাচদের বিপক্ষে জয়ে যে রেকর্ড গড়লেন লিটনরা

১৮

সাকিবের রেকর্ডে ভাগ বসালেন লিটন

১৯

বিএনপিপন্থি ডিপ্লোমা প্রকৌশলীদের নতুন কমিটি নিয়ে নানা অভিযোগ

২০
X