কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

নর্দান ইউনিভার্সিটিতে আইন শিক্ষার ব্যতিক্রমী উৎসব ‘ল ভার্স’-এর সফল সমাপ্তি

ব্যতিক্রমী উৎসব ‘ল ভার্স ১.০ - ২০২৫’। সৌজন্য ছবি
ব্যতিক্রমী উৎসব ‘ল ভার্স ১.০ - ২০২৫’। সৌজন্য ছবি

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ল ভার্স ১.০ ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। চারদিনব্যাপী এ আয়োজনে আইন শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, যেখানে শিক্ষার্থীরা প্রথাগত শিক্ষার বাইরে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছে।

২০ ফেব্রুয়ারি ল ভার্স ১.০ শুরু হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাঝে প্রতিযোগিতা ও উদ্বোধনী প্রোগ্রামের সফল সূচনা ও সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। এরপর বিশেষ শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে তারা তাদের অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে অংশগ্রহণ করে।

তাদের সৃজনশীলতার অনন্য প্রকাশ ফুটে ওঠে আঁকা ছবিগুলোর মাধ্যমে। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য লাবিবা আব্দুল্লাহ জানান, বিশেষ শিশুদের আঁকা এ চিত্রগুলো সংরক্ষণ করা হবে এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকাশনায় প্রচ্ছদ হিসেবে ব্যবহার করা হবে।

ল ভার্স ১.০ ২০২৫-এর তৃতীয় দিন ছিল সবচেয়ে রোমাঞ্চকর। সারাদিনব্যাপী ল সামিট অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শীর্ষ আইনজীবী ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের জন্য এটি ছিল আইন পেশার বাস্তবতা ও চ্যালেঞ্জ সম্পর্কে জানার একটি অনন্য সুযোগ।

এরপর নর্দান ইউনিভার্সিটির এলামনাইদের নিয়ে বিশেষ প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়, যা তরুণ শিক্ষার্থীদের পেশাগত দিকনির্দেশনা দিয়েছে। এরপর আয়োজন করা হয় শর্ট মুট কোর্ট প্রতিযোগিতার ফাইনাল, যা শিক্ষার্থীদের আইনি যুক্তি ও আদালত পরিচালনার দক্ষতা বৃদ্ধি করেছে।

ল ভার্স ১.০ ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আজিজ আহমদ ভূঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার, উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় এর উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মুস্তাফিজুর রহমান, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অফ ট্রাস্টিজ-এর সদস্য লাবিবা আব্দুল্লাহ, এ ছাড়াও এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন আদালতের বিচারক ও বিশিষ্ট আইনজীবীরা। সমাপনী আয়োজনের পরে দর্শকদের মুগ্ধ করতে পারফর্ম করে জনপ্রিয় ব্যান্ড বে অফ বেঙ্গল ও আফটারম্যাথ। তাদের অসাধারণ পরিবেশনা শিক্ষার্থীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে।

এ ব্যতিক্রমী আয়োজনের সমাপ্তি হবে ২৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ফরমাল ডিনারের মাধ্যমে। আইন শিক্ষার্থীদের জন্য এ আয়োজন শুধু জ্ঞান অর্জনের ক্ষেত্রেই নয়, বরং বাস্তব আইনি দক্ষতা ও পেশাদার নেটওয়ার্ক গঠনের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগ ল ভার্স ১.০ ২০২৫-এর মাধ্যমে আইন শিক্ষার এক নতুন অধ্যায় সূচনা করেছে, যা ভবিষ্যতে শিক্ষার্থীদের পেশাগত উন্নয়নে অনুপ্রেরণা জোগাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুপ্তচরবৃত্তি ঠেকাতে নজিরবিহীন আইন করল রাশিয়া

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দিলে গলার কাঁটা হয়ে দাঁড়াবে : ১২ দলীয় জোট

যুবদল নেতা কিবরিয়াকে কারা হত্যা করেছে, জানাল র‌্যাব

আদালতে পিবিআইর চার্জশিট, আত্মহত্যা করেছিলেন দুদকের পিপি নওরোজ

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৬ জনের

ফোবানা বৃত্তি পেলেন নূর নবীসহ জবির পাঁচ শিক্ষার্থী

পৌরসভার সার্ভেয়ারের ঘুষিতে প্রাণ গেল ট্রাকচালকের

পুত্রসন্তানকে প্রকাশ্যে আনলেন পরিণীতি-রাঘব

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

নাসিরুদ্দিনের প্রতি ফারহানের ক্ষোভ প্রকাশ

১০

বরিশালে আ.লীগ নেতা গ্রেপ্তার

১১

শতক থেকে ১ রান দূরে মুশফিক, বাংলাদেশের সংগ্রহ ২৯২/৪

১২

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

১৩

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

১৪

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

১৬

জুলাই যোদ্ধা ও শহীদদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৭

বিশ্বমঞ্চে জামদানিতে মিথিলার চমক

১৮

গণতন্ত্র চাইলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : ফখরুল

১৯

মঞ্চে মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

২০
X