কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

নর্দান ইউনিভার্সিটিতে আইন শিক্ষার ব্যতিক্রমী উৎসব ‘ল ভার্স’-এর সফল সমাপ্তি

ব্যতিক্রমী উৎসব ‘ল ভার্স ১.০ - ২০২৫’। সৌজন্য ছবি
ব্যতিক্রমী উৎসব ‘ল ভার্স ১.০ - ২০২৫’। সৌজন্য ছবি

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ল ভার্স ১.০ ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। চারদিনব্যাপী এ আয়োজনে আইন শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, যেখানে শিক্ষার্থীরা প্রথাগত শিক্ষার বাইরে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছে।

২০ ফেব্রুয়ারি ল ভার্স ১.০ শুরু হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাঝে প্রতিযোগিতা ও উদ্বোধনী প্রোগ্রামের সফল সূচনা ও সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। এরপর বিশেষ শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে তারা তাদের অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে অংশগ্রহণ করে।

তাদের সৃজনশীলতার অনন্য প্রকাশ ফুটে ওঠে আঁকা ছবিগুলোর মাধ্যমে। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য লাবিবা আব্দুল্লাহ জানান, বিশেষ শিশুদের আঁকা এ চিত্রগুলো সংরক্ষণ করা হবে এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকাশনায় প্রচ্ছদ হিসেবে ব্যবহার করা হবে।

ল ভার্স ১.০ ২০২৫-এর তৃতীয় দিন ছিল সবচেয়ে রোমাঞ্চকর। সারাদিনব্যাপী ল সামিট অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শীর্ষ আইনজীবী ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের জন্য এটি ছিল আইন পেশার বাস্তবতা ও চ্যালেঞ্জ সম্পর্কে জানার একটি অনন্য সুযোগ।

এরপর নর্দান ইউনিভার্সিটির এলামনাইদের নিয়ে বিশেষ প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়, যা তরুণ শিক্ষার্থীদের পেশাগত দিকনির্দেশনা দিয়েছে। এরপর আয়োজন করা হয় শর্ট মুট কোর্ট প্রতিযোগিতার ফাইনাল, যা শিক্ষার্থীদের আইনি যুক্তি ও আদালত পরিচালনার দক্ষতা বৃদ্ধি করেছে।

ল ভার্স ১.০ ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আজিজ আহমদ ভূঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার, উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় এর উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মুস্তাফিজুর রহমান, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অফ ট্রাস্টিজ-এর সদস্য লাবিবা আব্দুল্লাহ, এ ছাড়াও এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন আদালতের বিচারক ও বিশিষ্ট আইনজীবীরা। সমাপনী আয়োজনের পরে দর্শকদের মুগ্ধ করতে পারফর্ম করে জনপ্রিয় ব্যান্ড বে অফ বেঙ্গল ও আফটারম্যাথ। তাদের অসাধারণ পরিবেশনা শিক্ষার্থীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে।

এ ব্যতিক্রমী আয়োজনের সমাপ্তি হবে ২৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ফরমাল ডিনারের মাধ্যমে। আইন শিক্ষার্থীদের জন্য এ আয়োজন শুধু জ্ঞান অর্জনের ক্ষেত্রেই নয়, বরং বাস্তব আইনি দক্ষতা ও পেশাদার নেটওয়ার্ক গঠনের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগ ল ভার্স ১.০ ২০২৫-এর মাধ্যমে আইন শিক্ষার এক নতুন অধ্যায় সূচনা করেছে, যা ভবিষ্যতে শিক্ষার্থীদের পেশাগত উন্নয়নে অনুপ্রেরণা জোগাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাকে লাঞ্ছনার অভিযোগ তোলে যা বললেন আমির হামজা

নেতারা কেন মন্ত্রণালয় ছাড়েননি, ব্যাখ্যা দিলেন জামায়াত আমির

নিপীড়িত ও দুর্বলের জন্য ইসলাম একটি পরীক্ষিত শাসনব্যবস্থা : চরমোনাই পীর

বাউল গানে লন্ডন মাতালেন শারমিন দিপু

‘হ্যাঁ’ ‘না’ ভোটের প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা : ইসি

নিজের বহিষ্কারের খবরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ

গুনে গুনে ৮ বার ফোন, জয় শাহকে পাত্তাই দিলেন না পিসিবি চেয়ারম্যান!

জীবন কানাই দাশের মায়ের মৃত্যু

বাংলাদেশ খেলাফত মজলিসের এক প্রার্থীকে বহিষ্কার

গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে : সালাহউদ্দিন আহমদ

১০

পদত্যাগের খবর, যা বললেন গভর্নর

১১

তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা

১২

থাইল্যান্ডে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২

১৩

ইসলামের পক্ষে একমাত্র হাতপাখাই ভরসা : চরমোনাই পীর

১৪

বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তোলেন জামায়াত আমির : চরমোনাই পীর

১৫

বিশ্বকাপ ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙল শ্রীলঙ্কা

১৬

পাবনায় নকল দুধ তৈরির কারখানার সন্ধান, অভিযানে আটক ৩ 

১৭

স্ত্রীসহ জুলাই যোদ্ধাদের নিয়ে র‍্যালি করলেন ববি হাজ্জাজ

১৮

শেরপুরের ঘটনায় ওসি-ইউএনও প্রত্যাহার

১৯

নির্বাচনে কারচুপির আশঙ্কা মির্জা আব্বাসের

২০
X