ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা এবার ‘গণসুইসাইড’ কর্মসূচি দিয়ে মাঠে নামছে। কর্মসূচি অনুযায়ী, রোববার বেলা ১১টায় ঢাবির টিএসসিতে সিজিপিএ শর্ত শিথিল করে সর্বোচ্চ তিন কোর্স পর্যন্ত মানোন্নয়ন দিয়ে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবিতে জড়ো হবে শিক্ষার্থীরা।
শনিবার (২৬ আগস্ট) রাতে সংবাদ মাধ্যমে এক বার্তায় এ কর্মসূচির কথা জানান সাত কলেজ ভুক্তভোগী শিক্ষার্থীরা।
ওই বার্তায় বলা হয়, সাত কলেজ গণসুইসাইড। এটাই শেষ দিনের কর্মসূচি। দাবি পূরণ না হলে মরণ হবে রাজপথে। কয়েক হাজার শিক্ষার্থী অবরোধ করবে নীলক্ষেত। বেলা ১১টায় শিক্ষার্থীরা (ঢাবির) টিএসসিতে জড়ো হবে।
এর আগে ২৩ আগস্ট রাজধানীর নিউ মার্কেট এলাকায় নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করে রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় নিউমার্কেট ও লালবাগ থানা পুলিশের সদস্যরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। শিক্ষার্থীদের অবরোধে যান চলাচলে বিঘ্ন ঘটে। এ কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
এর আগে ২০ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে সাত কলেজের শিক্ষার্থীরা সিজিপিএ শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার একদফা দাবিতে গণঅনশন শুরু করে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
এ বিষয়ে তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ঢাবি অধিভুক্ত সাত কলেজ আন্দোলনের সমন্বয়ক তসলিম চৌধুরী কালবেলাকে বলেন, কাল আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি থাকবে। সবাইকে সকাল ১০টা থেকে আসতে বলা হয়েছে। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার দিকে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের কর্মসূচি শুরু হবে। যাতে করে কোনো এইচএসসি পরীক্ষার্থী ভাই-বোনদের অসুবিধা না হয়।
তিনি আরও বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব। এটা আমাদের যৌক্তিক দাবি। দাবি আদায়ের কর্মসূচিতে যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেটাও আমাদের দেখতে হবে। তা ছাড়া এই কর্মসূচিকে ঘিরে যাতে কেউ সুযোগ না নিতে পারে সে ব্যাপারেও আমাদের শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে। অনেকে ফেসবুকে সুইসাইড কর্মসূচিসহ নানা কথা বলছেন। সুইসাইড কোনো সমাধান না।
মন্তব্য করুন