কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ১১:৩৩ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০১:১৮ এএম
অনলাইন সংস্করণ

গণসুইসাইড কর্মসূচি দিয়ে মাঠে নামছে সাত কলেজের শিক্ষার্থীরা

এক দফা দাবিতে রাজধানীর নীলক্ষেতে অবস্থান নিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। পুরোনো ছবি
এক দফা দাবিতে রাজধানীর নীলক্ষেতে অবস্থান নিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। পুরোনো ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা এবার ‘গণসুইসাইড’ কর্মসূচি দিয়ে মাঠে নামছে। কর্মসূচি অনুযায়ী, রোববার বেলা ১১টায় ঢাবির টিএসসিতে সিজিপিএ শর্ত শিথিল করে সর্বোচ্চ তিন কোর্স পর্যন্ত মানোন্নয়ন দিয়ে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবিতে জড়ো হবে শিক্ষার্থীরা।

শনিবার (২৬ আগস্ট) রাতে সংবাদ মাধ্যমে এক বার্তায় এ কর্মসূচির কথা জানান সাত কলেজ ভুক্তভোগী শিক্ষার্থীরা।

ওই বার্তায় বলা হয়, সাত কলেজ গণসুইসাইড। এটাই শেষ দিনের কর্মসূচি। দাবি পূরণ না হলে মরণ হবে রাজপথে। কয়েক হাজার শিক্ষার্থী অবরোধ করবে নীলক্ষেত। বেলা ১১টায় শিক্ষার্থীরা (ঢাবির) টিএসসিতে জড়ো হবে।

এর আগে ২৩ আগস্ট রাজধানীর নিউ মার্কেট এলাকায় নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করে রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় নিউমার্কেট ও লালবাগ থানা পুলিশের সদস্যরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। শিক্ষার্থীদের অবরোধে যান চলাচলে বিঘ্ন ঘটে। এ কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

এর আগে ২০ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে সাত কলেজের শিক্ষার্থীরা সিজিপিএ শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার একদফা দাবিতে গণঅনশন শুরু করে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

এ বিষয়ে তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ঢাবি অধিভুক্ত সাত কলেজ আন্দোলনের সমন্বয়ক তসলিম চৌধুরী কালবেলাকে বলেন, কাল আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি থাকবে। সবাইকে সকাল ১০টা থেকে আসতে বলা হয়েছে। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার দিকে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের কর্মসূচি শুরু হবে। যাতে করে কোনো এইচএসসি পরীক্ষার্থী ভাই-বোনদের অসুবিধা না হয়।

তিনি আরও বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব। এটা আমাদের যৌক্তিক দাবি। দাবি আদায়ের কর্মসূচিতে যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেটাও আমাদের দেখতে হবে। তা ছাড়া এই কর্মসূচিকে ঘিরে যাতে কেউ সুযোগ না নিতে পারে সে ব্যাপারেও আমাদের শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে। অনেকে ফেসবুকে সুইসাইড কর্মসূচিসহ নানা কথা বলছেন। সুইসাইড কোনো সমাধান না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহর’ সর্বশেষ তথ্য জানাল আবহাওয়া অধিদপ্তর

কিছু ক্ষেত্রে মেয়েদের দিক থেকে ভুল হয়: মমতা শঙ্কর

আরেকটি ফাটলরেখার সন্ধান গবেষকদের, ৬ মাত্রায় ভূমিকম্পের শঙ্কা

ভ্যাকসিন না পাওয়ায় ল্যাম্পি আতঙ্কে খামারিরা

ব্রিসবেন টেস্টে ফেরা হলো না কামিন্স ও হ্যাজলউডের

ঢাকা থেকে এসে মা দেখেন আড়ায় ঝুলছে মেয়ের মরদেহ 

বিপিএল: সরাসরি চুক্তিতে যেসব বিদেশি ক্রিকেটার দল পেলেন

মালয়েশিয়ায় ভয়াবহ নির্যাতনের শিকার বাংলাদেশি শ্রমিকরা: এইচআরডব্লিউ

মহাসড়কে পিকআপভ্যানে আগুন

শীত জেঁকে বসেছে তেঁতুলিয়ায়, তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে

১০

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিমকে নিয়ে অপপ্রচার

১১

বিশ্বকাপের সুপার এইটে উঠলে টাইগারদের সম্ভাব্য প্রতিপক্ষ যারা

১২

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৩

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৬ ভবন ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা

১৪

রাজধানীতে আজ কোথায় কী

১৫

একটানা পাঁচ ম্যাচ খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা, সূচি প্রকাশ

১৬

সংকটে দীপিকার স্কিন কেয়ার ব্র্যান্ড

১৭

কন্যাসন্তানের বাবা হলেন নিলয়

১৮

১৯ দেশের গ্রিন কার্ডধারীদের পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র, তালিকায় যারা

১৯

সৃজিতের সিনেমায় বদলে গেল নায়িকা

২০
X