কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ১১:৩৩ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০১:১৮ এএম
অনলাইন সংস্করণ

গণসুইসাইড কর্মসূচি দিয়ে মাঠে নামছে সাত কলেজের শিক্ষার্থীরা

এক দফা দাবিতে রাজধানীর নীলক্ষেতে অবস্থান নিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। পুরোনো ছবি
এক দফা দাবিতে রাজধানীর নীলক্ষেতে অবস্থান নিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। পুরোনো ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা এবার ‘গণসুইসাইড’ কর্মসূচি দিয়ে মাঠে নামছে। কর্মসূচি অনুযায়ী, রোববার বেলা ১১টায় ঢাবির টিএসসিতে সিজিপিএ শর্ত শিথিল করে সর্বোচ্চ তিন কোর্স পর্যন্ত মানোন্নয়ন দিয়ে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবিতে জড়ো হবে শিক্ষার্থীরা।

শনিবার (২৬ আগস্ট) রাতে সংবাদ মাধ্যমে এক বার্তায় এ কর্মসূচির কথা জানান সাত কলেজ ভুক্তভোগী শিক্ষার্থীরা।

ওই বার্তায় বলা হয়, সাত কলেজ গণসুইসাইড। এটাই শেষ দিনের কর্মসূচি। দাবি পূরণ না হলে মরণ হবে রাজপথে। কয়েক হাজার শিক্ষার্থী অবরোধ করবে নীলক্ষেত। বেলা ১১টায় শিক্ষার্থীরা (ঢাবির) টিএসসিতে জড়ো হবে।

এর আগে ২৩ আগস্ট রাজধানীর নিউ মার্কেট এলাকায় নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করে রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় নিউমার্কেট ও লালবাগ থানা পুলিশের সদস্যরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। শিক্ষার্থীদের অবরোধে যান চলাচলে বিঘ্ন ঘটে। এ কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

এর আগে ২০ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে সাত কলেজের শিক্ষার্থীরা সিজিপিএ শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার একদফা দাবিতে গণঅনশন শুরু করে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

এ বিষয়ে তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ঢাবি অধিভুক্ত সাত কলেজ আন্দোলনের সমন্বয়ক তসলিম চৌধুরী কালবেলাকে বলেন, কাল আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি থাকবে। সবাইকে সকাল ১০টা থেকে আসতে বলা হয়েছে। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার দিকে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের কর্মসূচি শুরু হবে। যাতে করে কোনো এইচএসসি পরীক্ষার্থী ভাই-বোনদের অসুবিধা না হয়।

তিনি আরও বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব। এটা আমাদের যৌক্তিক দাবি। দাবি আদায়ের কর্মসূচিতে যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেটাও আমাদের দেখতে হবে। তা ছাড়া এই কর্মসূচিকে ঘিরে যাতে কেউ সুযোগ না নিতে পারে সে ব্যাপারেও আমাদের শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে। অনেকে ফেসবুকে সুইসাইড কর্মসূচিসহ নানা কথা বলছেন। সুইসাইড কোনো সমাধান না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর আরও বেশ কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

গোসলে নেমে প্রাণ গেল ৩ বোনের

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অ্যাকশনে পুলিশ

ইশরাকের সঙ্গে বাগদান নিয়ে হবু স্ত্রীর স্ট্যাটাস

মোবাইলে আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ দেখবেন যেভাবে

‘সেফ এক্সিট’ নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি : দুদু

র‍্যাবের গাড়ি-বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৩

কাঁদতে কাঁদতে নিজের জীবনের যে দুঃখের গল্প শোনালেন মারুফা

আমি কিছুটা ‘লক্ষ্মী’, কিছুটা ‘দুষ্টুও’: মনামী ঘোষ

ডিরেক্টর আর্টিস্ট পয়দা করতে পারে না : যাহের আলভী

১০

মক্কা থেকে যা বললেন ফারহান

১১

ইমা অ্যাওয়ার্ডে ‘নিশি’

১২

পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলা, ৭ সদস্য নিহত

১৩

ধামরাই ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই পরিবার গঠন

১৪

পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে : আমীর খসরু

১৫

কোন জেলার জামাই হচ্ছেন ইশরাক

১৬

জামায়াত ক্ষমতায় গেলে ‘ওয়ান-টু-তে’ সব সমস্যার সমাধান হবে : গোলাম পরোয়ার

১৭

সেপটিক ট্যাংক বিস্ফোরণে একজনের মৃত্যু, আহত ৫

১৮

খাদ্যনালির ক্যানসারের যে উপসর্গগুলোকে অবহেলা করবেন না

১৯

দিল্লিতে আফগানমন্ত্রীর সংবাদ সম্মেলনে নারী সাংবাদিক নিষিদ্ধ

২০
X