গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (০৫ মে) বিকেলে প্রকাশ করা হয়েছে। এতে মানবিক শাখাভুক্ত এই ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৪৬ দশমিক ৭৯ শতাংশ উত্তীর্ণ হয়েছেন।
ভর্তি পরীক্ষার ফলাফল gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীরা তাদের রোল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে ফল জানতে পারবেন।
গত শুক্রবার (০৩ মে) সারাদেশে ২১টি কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৭২ হাজার ৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বিজ্ঞান শাখাভুক্ত ‘এ’ ইউনিটে ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন এবং বাণিজ্য শাখাভুক্ত ‘সি’ ইউনিটে ২৩ হাজার ৬৪ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। ‘সি’ ইউনিটের ফলাফল গত ২৮ এপ্রিল প্রকাশ করা হয়েছে।
গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয় হলো: ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
মন্তব্য করুন