কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৮:৩৬ পিএম
আপডেট : ০৫ মে ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সশস্ত্র বাহিনীতে চাকরির সুযোগ চান কওমির শিক্ষার্থীরা 

ধর্ম উপদেষ্টার সঙ্গে সাক্ষাতকালে আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধিদল। ছবি : কালবেলা
ধর্ম উপদেষ্টার সঙ্গে সাক্ষাতকালে আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধিদল। ছবি : কালবেলা

সশস্ত্র বাহিনীতে চাকরি চান কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) সনদধারীরা। একই সঙ্গে মসজিদে ইমাম ও খতিব, কারাগারে ধর্মীয় শিক্ষক, নিকাহ রেজিস্ট্রারসহ (কাজি) সরকারি ও বেসরকারি খাতে চাকরির সুযোগ চেয়েছেন তারা।

সোমবার (৫ মে) দুপুরে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে কওমি মাদ্রাসা বোর্ড জানিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের ৯ সদস্যের একটি প্রতিনিধিদল এই দাবি জানায়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান। বৈঠকে দাওরায়ে হাদিস সনদের স্বীকৃতি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয়।

এ সময় তারা বলেন, কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) সনদধারীদের জন্য সরকারি ও বেসরকারি খাতে চাকরির সুযোগ এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করার দাবি জানান তারা।

প্রস্তাবনার মধ্যে উল্লেখযোগ্য হলো- সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিষয়ে শিক্ষক পদে নিয়োগ, ইসলামিক ফাউন্ডেশন ও গবেষণা প্রতিষ্ঠানে নিয়োগ, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মসজিদে ইমাম ও খতিব হিসেবে নিয়োগ, সশস্ত্র বাহিনী ও কারাগারে ধর্মীয় শিক্ষক পদে নিয়োগ এবং নিকাহ রেজিস্ট্রার (কাজি) পদে নিয়োগের সুযোগ প্রদান।

এর আগে, একই দিন বেলা ১১টায় অনুষ্ঠিত ‘দাওরায়ে হাদিস সনদ কার্যকর বিষয়ক সাবকমিটি’র বৈঠকে এসব সুপারিশ চূড়ান্ত করা হয়। আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান মুহিউস্সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়, দাওরায়ে হাদিস সনদধারীরা ‘ইসলামিক স্টাডিজ’ ও ‘আরবি’ বিষয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এমফিল ও পিএইচডি করার সুযোগ পাবেন। একইসঙ্গে ‘ইসলামিক স্টাডিজ’ ও ‘আরবি’ ছাড়া অন্যান্য বিষয়ে মাস্টার্সে ভর্তি হওয়ার সুযোগ দেওয়ারও সুপারিশ করা হয়।

সভায় কওমি মাদ্রাসার স্বকীয়তা ও স্বাধীনতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। দারুল উলুম দেওবন্দের আটটি মূলনীতি কঠোরভাবে অনুসরণ করার কথা বলা হয় এবং সরকারকে কওমি শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের হস্তক্ষেপ না করার আহ্বান জানানো হয়।

সাবকমিটির বৈঠকে আরও উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আরশাদ রাহমানী, মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, মাওলানা মাহফুজুল হক, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা আব্দুল বছীর, মাওলানা মুফতি মোহাম্মদ আলী এবং মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরীদী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই চিকিৎসক দিয়ে চলছে দেড় লাখ মানুষের সেবা

বিমানবন্দর সড়ক ব্যবহারে হাজযাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা

বরিশালের রাস্তায় উড়ছে টাকা আর টাকা

জামায়াত কর্মী পরিচয় দিয়েও রক্ষা হলো না কৃষক লীগ নেতার

আতঙ্কে ভারত, বাংলাদেশ-পাকিস্তান সীমান্ত নিয়ে নতুন পরিকল্পনা

ময়মনসিংহে ভুয়া মেজরসহ প্রতারক চক্রের ৪ সদস্য আটক

ই-কমার্সের উন্নয়নে ই-ক্যাব নির্বাচনের পদ প্রার্থীদের মিলনমেলা

রেলিক সিটির বিরুদ্ধে রাজউকের কঠোর পদক্ষেপ

খালেদা জিয়ার আগমনে গাড়ি পার্কিংয়ে ডিএমপির নির্দেশনা

আলোচিত যুবলীগ নেত্রী শোভা গ্রেপ্তার

১০

আকস্মিক ধুলিঝড়ে লন্ডভন্ড সৌদিসহ তিন দেশ

১১

তেজকুনিপাড়া ও দিয়াবাড়িতে রাজউকের অভিযান

১২

জাতির কল্যাণে সুলতান নদভীর অবদান অবিস্মরণীয় : হেফাজতে ইসলাম 

১৩

হোটেলে কাজ করা সেই ছেলেটি এখন ক্ষমতাশালী দেশের প্রধানমন্ত্রী!

১৪

আমকে জাতীয় ফল করার প্রস্তাব সাতক্ষীরার ডিসির

১৫

কোচিংবাণিজ্য বন্ধে শিক্ষা উপদেষ্টার সহায়তা চায় অভিভাবক ফোরাম

১৬

৩ দিনের মধ্যে রাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশের দাবি

১৭

প্রকাশ্যে নারীর প্রতি অমর্যাদাকর বক্তব্যের নিন্দা এনসিপির

১৮

নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / ভারতকে মোকাবিলায় প্রকাশ্যে আসছেন পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি

১৯

অনূর্ধ্ব-১৯ চূড়ান্ত দলে দুই প্রবাসী ফুটবলার

২০
X