জবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

৬ বছর পর জবিতে চতুর্থ সংগীত উৎসব কাল

ড. ঝুমুর আহমেদ। ছবি : কালবেলা
ড. ঝুমুর আহমেদ। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগীত বিভাগের চতুর্থ সংগীত উৎসব। বুধবার (৭ মে) বিজ্ঞান ভবন মাঠে বিভাগের সদ্য প্রয়াত শিক্ষার্থী প্রত্যাশা মজুমদারকে উৎসর্গ করে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উৎসবের মূল প্রতিপাদ্য ‘সুস্থ সংস্কৃতির বিকাশ’।

মঙ্গলবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ।

তিনি বলেন, দীর্ঘ ৬ বছর পর আমাদের চতুর্থ সংগীত উৎসবের আয়োজন করা হচ্ছে। এটি বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা এই উৎসবের জন্য উন্মুখ হয়ে আছে। বিভাগের শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেবে। আমরা আশাবাদী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সবাই অনুষ্ঠানটি উপভোগ করবেন।

বিভাগ সূত্রে জানা যায়, উৎসবটি তিন অধিবেশনে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় প্রথম অধিবেশনে সেমিনার হবে। এতে সভাপতিত্ব করবেন সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ। প্রবন্ধ উপস্থাপন করবেন সহকারী অধ্যাপক ড. আলী এফ এম রেজোয়ান এবং সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক মুহাম্মাদ আলী নকী আলোচনা করবেন।

এদিন বিকেল ৩টায় দ্বিতীয় অধিবেশন শুরু হবে। সংগীত বিভাগের সদ্য অকাল প্রয়াত শিক্ষার্থী প্রত্যাশা মজুমদারকে এই উৎসব উৎসর্গ করা হয়েছে। প্রয়াত প্রত্যাশা মজুমদারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। এরপর পরিবেশিত হবে উদ্বোধনী সংগীত ‘ধ্বনিল আহ্বান’ এবং ‘ও আলোর পথযাত্রী’।

এছাড়া সমবেত পরিবেশনায় থাকবে অষ্টপ্রহরের রাগ, রাগসংগীত, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, দেশাত্মবোধক গান, আধুনিক গান, উপশাস্ত্রীয় সংগীত এবং লোকসংগীত। শিক্ষার্থীদের পরিবেশনায় থাকবে ‘সাগর বাউল’ এবং সম্মেলক পরিবেশনায় ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। অনুষ্ঠান শেষ হবে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। আমন্ত্রিত শিল্পী হিসেবে থাকবেন খায়রুল আনাম শাকিল, লাইসা আহমেদ লিসা, প্রিয়াংকা গোপ ও সাগর দেওয়ান।

এদিন অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। শুভেচ্ছা বক্তব্য দেবেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং স্বাগত বক্তব্য রাখবেন সহকারী অধ্যাপক ড. আলী এফ এম রেজোয়ান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর সাবেক দুই উপজেলা চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে পাকিস্তান, টার্গেট ভারত

মাকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান

চাঁদপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

শম্ভুর স্ত্রী মাধবীর দুই ফ্ল্যাটসহ ব্যাংক হিসাব ফ্রিজ

বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নানের জমি-বাড়ি-ফ্ল্যাট জব্দ

ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে শিক্ষক বরখাস্ত

নারী কমিশনের বিরুদ্ধে বিশেষ মহলের তৎপরতা সীমা অতিক্রম করেছে

দুটি কাজ শেষ করেই সরকার নির্বাচন দিতে পারে, বললেন আখতার

রাজশাহী কলেজে ভাইভা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক

১০

ভারতে প্রবল বৃষ্টি, ১৪ জনের মৃত্যু

১১

উজ্জ্বল পোদ্দারের পরলোকগমন

১২

খালেদা জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদের মূর্ত প্রতীক : দীপ্তি

১৩

ভারতে রাফাল যুদ্ধবিমানের একমাত্র নারী পাইলটকে নিয়ে এনডিটিভির প্রতিবেদন

১৪

ভারতকে ফের হুমকি বিলাওয়াল ভুট্টোর

১৫

ইউজিসির বাজেট বৃদ্ধির দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ 

১৬

পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

১৭

গাজাবাসীর জন্য পোপ ফ্রান্সিসের শেষ উপহার মোবাইল ক্লিনিক

১৮

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত

১৯

খালেদা জিয়া শারীরিক-মানসিকভাবে সুস্থ : ডা. জাহিদ

২০
X