বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে আসার খবরে প্রটোকল বহরে অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আজিজুর রহমান। প্রচণ্ড গরমে তিনি হিট স্ট্রোক করেছেন তিনি। আজিজুর রহমান জবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক পদে আছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার (৬ মে) রাজধানীর হোটেল লা মেরিডিয়ান এলাকায় জবি ছাত্রদলের পক্ষ থেকে প্রটোকল বহর থেকে তিনি হিট স্ট্রোক করেন। পরে তাকে ঢাকা মেডিকেলে নেয় দলীয় নেতাকর্মীরা।
জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, দেশনেত্রী দেশে আসবে শুনে খুশিতে সারারাত নির্ঘুম থেকে প্রোগ্রামে আসায় এবং প্রচণ্ড গরম থাকায় হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ায় সঙ্গে সঙ্গেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। এখন তিনি হাসপাতালে আছেন।
মন্তব্য করুন