জবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ
জুলাই অভ্যুত্থান 

জবির আ.লীগ-ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েনি এখনো

জবির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
জবির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জুলাই-২৪ বৈষম্যবিরোধী আন্দোলনে ক্যাম্পাস ও এর বাইরে সংঘটিত বেআইনি এবং সহিংস ঘটনায় জড়িতদের তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও জমা পড়েনি একটিও অভিযোগ। ফলে তথ্য চেয়ে আবারও গণবিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে এ গণ-বিজ্ঞপ্তি দিয়ে ফের তথ্য চেয়েছে প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর বাহিরে সংঘটিত বেআইনি এবং সহিংস ঘটনায় জড়িত জবির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ লক্ষ্যে আগামী ২২ মের মধ্যে সংশ্লিষ্ট তদন্ত কমিটির আহ্বায়ক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া বরাবর তথ্য জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এর আগে গত ২৮ এপ্রিল সাত কার্যদিবসের মধ্যে অভিযোগকারীর তথ্য ও পরিচয় কঠোর গোপনীয়তার সাথে রক্ষার শর্তে জুলাই আন্দোলনে গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বেআইনি এবং সহিংস ঘটনায় জড়িতদের তথ্য চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে ছাত্রলীগ ও আওয়ামী লীগের শিক্ষক, কর্মকর্তা ও বিগত কোনো প্রশাসকের বিরুদ্ধে তথ্য জমা দেয়নি কেউ।

বৃহস্পতিবার (৮ মে) এ তথ্য নিশ্চিত করেন তদন্ত কমিটির আহ্বায়ক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া। তিনি বলেন, আমরা একটি অভিযোগও পাইনি। এ কারণে আবারও সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যদি অভিযোগ না পড়ে তবে অন্যভাবে দেখতে হবে।

আ.লীগ-ছাত্রলীগের বিরুদ্ধে কোনো অভিযোগ দেয়নি ছাত্র সংগঠনগুলো

জুলাই আন্দোলনে হামলার ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগপত্র জমা দেয়নি ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। এবিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমরা তথ্য তৈরি করছি, তবে খুব শিগগিরই তা জমা দিয়ে দেব।

শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, আমরা সাংগঠনিকভাবে কোনো অভিযোগ দেইনি। দিব কিনা সেটা আলোচনা করতে হবে। তবে ব্যক্তিগতভাবে অনেকের দেওয়ার কথা। আমাদের কারা কারা দিবে এটা খোঁজ নিতে হবে।

শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, আমরা এর আগে সংগঠনের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিয়েছি। সেগুলো পুনরায় একত্রিত করে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। খুব শিগগিরই দিব।

শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, এখনও কেউ অভিযোগ জমা দেয়নি। তবে তথ্য একত্রিত করে শিগগিরি দিবে।

নীরব ভূমিকায় সাদাদল

এদিকে বিশ্ববিদ্যালয় থেকে গত মাসে তথ্য চাইলেও নীরব ভূমিকায় আছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদাদলও। দলের পক্ষ থেকে জুলাই বিপ্লবে স্বৈরাচারী শেখ হাসিনার অনুসারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সংগঠনটি। তাদের বিরুদ্ধে দেয়নি কোনো অভিযোগও। এবিষয়ে সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন বলেন, দলের পক্ষ থেকে অভিযোগ দিলে একটা বিদ্বেষ মূলক মনোভাব তৈরি হবে। এটা বায়াস্ট হয়ে যায়। যদি কেউ দিতে চায় সেটা ব্যক্তিগতভাবে দিবে। কারো বিরুদ্ধে যদি কেউ অভিযোগ দেয়া এবং তা সত্য হলে বিচার হওয়া প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের কি বিশ্বকাপ শ্রীলঙ্কায় খেলার আবেদন করা উচিত?

সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

জিবি না দেওয়ায় অটোচালককে মেরে নাক ফাটাল যুবক

মানিকগঞ্জ জেলার ওনার্স গ্রুপের সভাপতি লিটন ও সম্পাদক বাবুল

মাচাদোকে ক্ষমতায় বসাতে চান ট্রাম্প

এবারের নির্বাচন হবে বিশ্বের কাছে স্বীকৃত ও প্রশংসিত : সালাহউদ্দিন আহমদ

কান উৎসবের লক্ষ্যে আলি জুলফিকার জাহেদীর ‘রক্তছায়া’

ঢাকা-১৮ আসনে মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৭০০ কৃষকের নামে মামলা, প্রতিবাদে মশাল মিছিল

সেই নেতাকে গ্রেপ্তারের প্রতিক্রিয়া জানাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

১০

সুন্দরবনে রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে অপহরণ

১১

ঐক্য ও উন্নয়নই আমাদের লক্ষ্য : ফরিদুল ইসলাম

১২

মাদুরোকে কোথায় নেওয়া হবে জানালেন ট্রাম্প

১৩

‘ভুল ভুলাইয়া ৩’-এর পর আবারও বলিউডে প্রান্তিকা

১৪

শীত নিয়ে আবার দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১৫

তথ্য পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন, অভিযুক্ত ডিনকে ছুটি

১৬

দেশের জনসংখ্যা বিবেচনায় স্কুলের সংখ্যা আরও বাড়াতে হবে : সালাহউদ্দিন

১৭

বিএনপি নেতাকে গুলি করে হত্যা

১৮

আইপিএল অধ্যায় থামায় হতাশ মুস্তাফিজ

১৯

পদ বড় কথা নয়, ঐক্য থাকলেই বিএনপি শক্তিশালী হবে : শেখ মো. আব্দুল্লাহ

২০
X