জবি প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

জবি শিক্ষকের সঙ্গে প্রধান প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাসির আহমেদের সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে।

এ বিষয়ে গত বৃহস্পতিবার (২৯) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে মৌখিকভাবে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষক। শনিবার (৩১ মে) এ বিষয়টি জানাজানি হয়।

খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর প্রাঙ্গণে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাসির আহমদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং বাগ্‌বিতণ্ডা শুরু করেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী ঘটনার বর্ণনা দিয়ে বলেন, শান্ত চত্বরে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের সঙ্গে গল্প করছিলেন শিক্ষক নাসির আহমদ। ওই সময়ে উপস্থিত হন প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী। কথা বলার একপর্যায়ে শিক্ষক নাসির উদ্দিন আহমদ স্যার প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারীর কাছে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত সেকেন্ড অডিটরিয়ামের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি নাসির স্যারের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ শুরু করেন।

ভুক্তভোগী শিক্ষক জানান, তিনি দ্বিতীয় অডিটরিয়ামের দেখভালের দায়িত্বে আছেন প্রশাসনিকভাবে। তিনি ওই কমিটির একজন সদস্য। তবে তাকে কিছু না জানিয়েই প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী অডিটরিয়ামের আসবাবপত্র ও অন্যান্য দ্রব্যসামগ্রী কেনার জন্য টেন্ডার আহ্বান করেন।

এ সময় ভুক্তভোগী শিক্ষক প্রধান প্রকৌশলীকে বলেন, টেন্ডারটি ছাড়ার আগে আপনি অন্তত আমাকে জানাতে পারতেন, একটা মিটিং কল করতে পারতেন। কিন্তু আপনি আমাকে কিছুই বললেন না। কিছুই জানালেন না। এই সময়ে প্রধান প্রকৌশলী উচ্চস্বরে উত্তর দেন, আমি কি আপনার দ্বারে দ্বারে গিয়ে ঘুরব?

সে সময়ে ওই শিক্ষক বলেন, আমি তো আপনাকে দ্বারে দ্বারে ঘুরতে বলিনি। আপনি তো একবার জানাতে পারতেন। এর উত্তরে প্রধান প্রকৌশলী বলেন, যাকে জানানোর তাকে জানিয়েছি। এত কথার কৈফিয়ত দিতে পারবো না। কথা বলার একপর্যায়ে ওই কর্মকর্তা শিক্ষককে বলেন, আমি আমার মতো করছি, যা করার করেন। এ সময় আশপাশে উপস্থিত শিক্ষার্থীরা হতবাক হয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেন।

এ ঘটনার সময়ে উপস্থিত এক শিক্ষার্থী বলেন, উনি যেভাবে ওই শিক্ষকের সঙ্গে আচরণ করলেন ভিসিও হয়তো এভাবে কথা বলেন না। নাসির স্যার ভদ্র বিধায় কিছু বলেননি। তবে ঘটনাটি খুবই দৃষ্টিকটু।

ভুক্তভোগী শিক্ষক নাসির আহমেদ বলেন, আমি খুবই ভদ্রভাবে তাকে বলি আপনি তো এটা করলেন আমাকে জানালেনও না। তবে তিনি আমার সঙ্গে যে আচরণ করলেন তা প্রত্যাশিত নয়। খুবই লজ্জাজনক। এ ঘটনায় প্রশাসনকে লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমি মৌখিকভাবে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান প্রকৌশলী হেলালউদ্দিন পাটোয়ারি বলেন, দুজনের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল মাত্র। আমরা একসঙ্গে বসে বিষয়টি আন্তরিকভাবে মীমাংসা করেছি। এ নিয়ে আমি আর কিছু বলতে চাই না।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন, আমি দুজনকে ডেকে বিষয়টি মীমাংসা করে দিয়েছি। এক জায়গায় একসঙ্গে থাকতে গেলে মাঝেমধ্যে রাগ-অভিমান হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, বিষয়টা আমার কানে এসেছে, বেশি কিছু জানি না। বিস্তারিত জানতে তাদের সঙ্গে কথা বলব। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রক্তাক্ত অবস্থায় দৌড়ে এসে সড়কে পড়ে যান তানভীর, অতঃপর...

ঘরে মিলল স্ত্রীসহ মুক্তিযোদ্ধার গলা কাটা মরদেহ

আন্তর্জাতিক প্রটোকল মেনেই অভ্যুত্থানে নিহতদের মরদেহ উত্তোলন : সিআইডি প্রধান

এবার দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

সরকার খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে: শফিকুল আলম

বিশ্বকাপ ২০২৬: গ্রুপ পর্বে ৬ ‘হাইভোল্টেজ’ ম্যাচ, কবে কখন

ফের রাস্তায় নামছেন সাত কলেজের শিক্ষার্থীরা

গভীর রাতে প্রাণ গেল ৩ জনের

সুদানে কিন্ডারগার্টেনসহ বিভিন্ন স্থানে হামলা, ৪৬ শিশুসহ নিহত ১১৪

১০

আমনের ভালো ফলনে কৃষকের মুখে হাসি

১১

ট্রাকের ধাক্কায় তরুণের হাত বিচ্ছিন্ন

১২

জুলাই হত্যা মামলায় সালমান-আনিসুল ট্রাইব্যুনালে

১৩

একনজরে দেখে নিন বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচসূচি

১৪

জুলাই একটি আদর্শিক ভিত্তির ওপর রচিত হয়েছে : জাহিদুল ইসলাম

১৫

বুসকেটস ও আলবার বিদায়ী ম্যাচে এমএলএসের রাজা মেসি

১৬

৭ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৭

বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা, দেখে নিন কবে কার ম্যাচ

১৮

জুলাইয়ের ১১৪ শহীদের মরদেহ উত্তোলন শুরু আজ

১৯

জামায়াত নেতাকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী

২০
X