চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষক হতে চেয়ে কর্মচারী হলেন চবির সেই সহকারী প্রক্টরের স্ত্রী 

চবির জাদুঘরে কর্মচারী (ঊর্ধ্বতন সহকারী) হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী প্রক্টর অরূপ বড়ুয়ার স্ত্রী অভি বড়ুয়া। ছবি : সংগৃহীত 
চবির জাদুঘরে কর্মচারী (ঊর্ধ্বতন সহকারী) হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী প্রক্টর অরূপ বড়ুয়ার স্ত্রী অভি বড়ুয়া। ছবি : সংগৃহীত 

অনিয়ম অযোগ্যতার দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পালি বিভাগের শিক্ষক হতে না পারলেও বিশ্ববিদ্যালয় জাদুঘরের কর্মচারী (ঊর্ধ্বতন সহকারী) হিসেবে ৬ মাসের জন্য নিয়োগ পেয়েছেন সহকারী প্রক্টর অরূপ বড়ুয়ার স্ত্রী অভি বড়ুয়া।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমেদ ও ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) সৈয়দ মনোয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

আদেশে বলা হয়, অভি বড়ুয়া, স্বামী অরূপ বড়ুয়াকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরে রিসার্চ ফেলোর (পালি, সংস্কৃত) শূন্যপদের বিপরীতে দৈনিক ৬৫০ টাকা হারে ৬ মাসের জন্য ঊর্ধ্বতন সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হলো। তার যোগদানের তারিখ হতে এ নিয়োগ কার্যকর হবে। তাকে যে কোনো সময়ে বিনা নোটিশে অপসারণ করা যাবে।

গত ১৩ মার্চ পালি বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ডে চবির সহকারী প্রক্টর অরূপ বড়ুয়ার স্ত্রী প্রার্থী অভি বড়ুয়াকে নিয়োগ দিতে নির্বাচনী বোর্ডের সর্বোচ্চ সুপারিশ করা হয়। তখন প্রার্থী অভি বড়ুয়ার নানা অসঙ্গতি ও অনিয়ম তুলে ধরে নোট অব ডিসেন্ট (দ্বিমত) প্রদান করেন বিভাগীয় সভাপতি ও নির্বাচনী বোর্ডের সদস্য শাসনানন্দ বড়ুয়া রূপন।

এরপর বিভাগীয় সভাপতির নোট অব ডিসেন্ট, পরিকল্পনা কমিটি থেকে বাদ পড়া, আবেদনের শর্তাবলি পূরণ না করা, গত ২০ বছরে তার কোনো চাকরির অভিজ্ঞতা না থাকা, তাকে নিয়োগ না দিতে উপাচার্য ও রেজিস্ট্রারকে আইনি নোটিশসহ প্রার্থী অভি বড়ুয়ার বিভিন্ন অসঙ্গতি ও অনিয়ম বিস্তারিত তুলে ধরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়।

এরই পরিপ্রেক্ষিতে গত ১৪ জুলাই অনুষ্ঠিত চবির ৫৪৪তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনী বোর্ডের সর্বোচ্চ সুপারিশ পাওয়া প্রার্থী অভি বড়ুয়ার নিয়োগ সুপারিশ বাতিল করে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন কালবেলাকে বলেন, উপাচার্যের নিজস্ব কিছু ক্ষমতা রয়েছে, যার কারণে, প্রয়োজন অনুসারে তিনি বিজ্ঞপ্তির বাহিরেও কর্মচারী নিয়োগ দিতে পারেন। কিন্তু এটা নৈতিকতা বহির্ভূত।

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আলী কালবেলাকে বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিষেধাজ্ঞা সত্ত্বেও উপাচার্য নৈতিকতা ব্যতিরেকে যখন তখন নিয়োগ দিচ্ছেন। এটা অন্যায়।

এ বিষয়ে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমেদ ও ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) সৈয়দ মনোয়ার আলীর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি। পরে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) তার মোবাইল ফোন বন্ধ করে রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইথিওপিয়ায় এক প্রকল্পেই ১১ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি

আজ টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

হাসনাতকে সমর্থন দিয়ে ভোটের মাঠ ছাড়লেন আরেক প্রার্থী 

খালেদা জিয়ার সম্মানে ধানের শীষকে জনগণ বিজয়ী করবে : রহমাতুল্লাহ

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

যেসব কারণে অফিসে ব্যক্তিগত কথা বলবেন না

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

ধানের শীষকে বিজয়ী করে ষড়যন্ত্রকারীদের জবাব দেব : নজরুল ইসলাম

সফল দিনের শুরু করতে যেসব কাজ করবেন না

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

১০

২৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১১

বগুড়া-৬ আসনে তারেক রহমানের জন্য ভোটের প্রচারণায় ডা. বিটু 

১২

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৩

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

১৪

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

১৫

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

১৬

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

১৭

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

১৮

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

১৯

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

২০
X