ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের সামনে ঢাকা কলেজ ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতা হোসাইন ও কাউসার হাসান কায়েসের মারধরের শিকারের ঘটনায় জড়িতদের বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কলেজের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে মিরপুর সড়কে বের হয়ে সাইন্স ল্যাবরেটরি মোড় ঘুরে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা জানান, ঢাকা কলেজ ছাত্রলীগ একটি সুপার ইউনিট। এই ইউনিটের কারো গায়ে আঘাত করা মানে মৌচাকে ঢিল মারা। অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা আবারও রাজপথে আন্দোলনে নামবে।
এর আগে, বুধবার রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের সামনে ছাত্রলীগের দুই নেতার ওপর হামলার ঘটনা ঘটে। এতে আহত দুজনকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে সাব্বির আহমেদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছুটি দেওয়া হলেও গুরুতর আহত কাওসার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডি পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কাউসারের মাথায়, চোখে, হাতে, জখমের আর সাব্বিরের মাথায়, ঘাড়ে ও হাতে জখম হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য করুন