

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ভূমিকম্পের মাত্রার তুলনায় হতাহতের সংখ্যা কিছুটা বেশি। তার মতে, উৎপত্তিস্থল কাছাকাছি হওয়ায় এমনটা হতে পারে। তিনি বলেন, আহতদের বেশিরভাগই আতঙ্কে শারীরিক সমস্যায় ভুগেছেন।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে হতাহতদের খোঁজখবর নেন।
এ সময় স্বাস্থ্য উপদেষ্টা জানান, ভূমিকম্পের সময় গুরুতর আহত কয়েকজনকে নরসিংদী থেকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত একজনের চিকিৎসা চলছে।
এ ছাড়া ঢাকার মিটফোর্ড হাসপাতালে তিনজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী এবং গাজীপুর থেকে আসা অন্তত পাঁচজন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।
এই ঘটনায় আহতদের চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয় সে বিষয়ে সরকারি হাসপাতালগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান নূরজাহান বেগম।
মন্তব্য করুন