

বোলারদের অবিশ্বাস্য বোলিংয়ে ক্ষ্যাপাটে এক দিনের দেখা মিলল অ্যাশেজের প্রথম টেস্টে। গতির ঝড়, বাউন্স আর একের পর এক উইকেট— প্রথম দিনে দুই দলের বোলাররাই যেন ধরা দিলে অগ্নিরূপে। আর তাতে এক দিনেই পতন হলো দুই দলের ১৯ উইকেট। ঐতিহ্যবাহী অ্যাশেজের গত ১০০ বছরে প্রথম দিনে যা সর্বোচ্চ উইকেট পতনের রেকর্ড।
মিচেল স্টার্কের ৭ উইকেট শিকারে ইংল্যান্ডকে ১৭২ রানে অলআউট করে অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি অজিরাও। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের তোপের মুখে পড়ে স্বাগতিকরা। দিনশেষে অজিদের বোর্ডে রান ৯ উইকেটে ১২৩। প্রথম ইনিংসে এখনো পিছিয়ে ৪৯ রান।
২০২১ অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম বলেই স্টার্কের বলে উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। এবারের অ্যাশেজে প্রথম বলে উইকেট না পেলেও প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়ে যান স্টার্ক। অজি এই পেসারের শুরুর সেই ঝড় আর থামাতে পারেনি কেউ।
ইংল্যান্ডের ইনিংসে একমাত্র হ্যারি ব্রুক বাদে কেউ অজি বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। হ্যারি ব্রুক ৬১ বলে ৫২ রান করেন। এছাড়াও, অলি পোপের ব্যাট থেকে আসে ৪৬ রান। স্টার্কের ৭ উইকেট ছাড়াও অভিষেক টেস্ট খেলা ব্রেন্ডন ডগেটও ২ উইকেট তুলে নিয়েছেন।
সফরকারীদের অলআউট করার পর ইনিংসের দ্বিতীয় বলেই দলের বোর্ডে রান যোগ হওয়ার আগেই জেক ওয়েটহেরার্ল্ড লেগ বিফোরের ফাঁদে পড়েন জোফরা আর্চারের। দলীয় ২৮ রানে অন্য ওপেনার মারনাস লাবুশেনকেও (৯) ফিরিয়ে দেন আর্চার।
স্টিভেন স্মিথ ও উসমান খাজাও দ্রুত প্যাভিলিয়নে ফিরলে প্রতিরোধ গড়ার চেষ্টায় ৪৫ রানের জুটি গড়েন ক্যামেরন গ্রিন ও ট্রাভিস হেড। এরপরই শুরু হয় ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের আগুনে বোলিং। দলীয় ৭৬ রানে ২১ রান করা ট্রাভিস হেডকে ফিরিয়ে শুরু করেন। একে একে ক্যামেরন গ্রিন (২৪), মিচেল স্টার্ক (১২), অ্যালেক্স ক্যারি (২৬) ও স্কট বোল্যান্ডকে (০) ফিরিয়ে পূর্ণ করেন ফাইফার। স্টোকসের ফাইফারে ১২১ রানে ৯ উইকেট হারিয়ে বসে অজিরা।
মন্তব্য করুন