ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া সত্য, ন্যায় ও সার্বভৌমত্বের পক্ষে অবিচল : ডাকসু

খালেদা জিয়া সত্য, ন্যায় ও সার্বভৌমত্বের পক্ষে অবিচল : ডাকসু

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) বলেছে, তিনি ছিলেন সত্য, ন্যায় ও সার্বভৌমত্বের পক্ষে অবিচল একজন নেতা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মুহা. মহিউদ্দিন খানের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় ডাকসু নেতারা বলেন, বাংলাদেশের আলেম-ওলামাসহ আধিপত্যবাদ বিরোধী শক্তির প্রতি যখন অপবাদ, ষড়যন্ত্র ও বিভাজনকে হাতিয়ার করে দেশপ্রেমিক শক্তিসমূহকে ধ্বংসের চেষ্টা চালিয়েছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগ, তখন বেগম খালেদা জিয়া ছিলেন সত্য, ন্যায় ও সার্বভৌমত্বের পক্ষে অবিচল। তিনি কখনো বিদেশি তোষামোদ বা চাপের কাছে নতি স্বীকার করেননি; বাংলাদেশকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে চেয়েছিলেন তিনি৷

শোকবার্তায় আরও বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর দেশের এক অন্ধকার সময়ে বেগম খালেদা জিয়া দৃঢ় প্রতিজ্ঞায় উঠে দাঁড়িয়েছিলেন। স্বৈরাচারের দমন-পীড়ন ও রাজনৈতিক প্রতিহিংসাকে মোকাবেলা করে তিনি হয়ে উঠেছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রধান মুখ, জনপ্রত্যাশার কেন্দ্রবিন্দু।

ডাকসু আরও উল্লেখ করে, স্বৈরতন্ত্র, ভিনদেশি আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে তার নেতৃত্বে হওয়া গণআন্দোলন এদেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। ২০১৩ সালে শাহবাগের ইসলামবিদ্বেষী উন্মাদনা তিনি প্রত্যাখ্যান করেছিলেন, বিপরীতে শাপলা চত্বরে শান্তিপূর্ণ জনতার পাশে দাঁড়াতে চেয়েছিলেন। কারাবন্দি আলেম ও আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে তার আপসহীন অবস্থান ছিল বিরল সাহসের দৃষ্টান্ত।

এতে আরও বলা হয়, জুলাই বিপ্লবে জাতীয় মুক্তির পূর্বে রাজনৈতিক প্রতিহিংসার নির্মম শিকার হয়ে তাকে বাড়িছাড়া হতে হয়। পরবর্তী সময় দীর্ঘদিন কারাবাস ও চিকিৎসা বঞ্চনা, সবকিছুই তিনি সহ্য করেছেন অটল বিশ্বাস ও দৃঢ়তা নিয়ে। তার জীবন ছিল সংগ্রাম, তার পথচলা ছিল প্রতিরোধ, আর তার মৃত্যু বাংলাদেশের জনগণের হৃদয়ে গভীর শূন্যতা সৃষ্টি করবে।

বিবৃতিতে ডাকসু আরও জানায়, বাংলাদেশে রাজনৈতিক সহাবস্থান, নাগরিক অধিকার ও জাতীয় সার্বভৌমত্বের সংগ্রামে তার অবদান যুগ যুগ ধরে প্রেরণার উৎস হয়ে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবার, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। হে আল্লাহ, তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, এই জাতিকে কল্যাণের পথে পরিচালিত হওয়ার তাওফিক দান করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় চমক রেখে ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

ফ্যাসিবাদের বিরুদ্ধে মুক্তির প্রেরণা জুগিয়েছেন খালেদা জিয়া : প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার মৃত্যুতে পৈতৃক বাড়িতে স্বজনদের ভিড়

গুলশানে জরুরি সভায় তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে ক্যালিফোর্নিয়া বিএনপির দোয়া মাহফিল

খালেদা জিয়ার মৃত্যুতে জয়ের শোক

খালেদা জিয়ার সঙ্গে শেষ দেখার স্মৃতিচারণ করলেন ড. ইউনূস

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোকবার্তা

দায়িত্ব পালনকালে সীমান্তে বিজিবি সদস্যের মৃত্যু

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের রাষ্ট্রদূতের শোক

১০

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিবের আবেগঘন বার্তা

১১

বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

১২

খালেদা জিয়ার মৃত্যুর পেছনে হাসিনার দায় রয়েছে : আইন উপদেষ্টা 

১৩

ইইউ-ফ্রান্স-যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার শোক

১৪

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুরে শোকের ছায়া

১৫

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনএমের গভীর শোক

১৬

খালেদা জিয়ার মৃত্যুতে খুবি উপাচার্যের গভীর শোক

১৭

আল্লাহ আপনি বেগম জিয়াকে উত্তম প্রতিদান দিন: কনকচাঁপা

১৮

বুধবার ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে  

১৯

প্রকাশ্যে আসলো বিজয়-রাশমিকার বিয়ের তারিখ

২০
X