যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

পঞ্চম শিল্প বিপ্লবের নেতৃত্ব দিবে প্রযুক্তি : যবিপ্রবি উপাচার্য

যবিপ্রবিতে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। ছবি : কালবেলা
যবিপ্রবিতে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। ছবি : কালবেলা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেছেন, বর্তমান যুগ পঞ্চম শিল্প বিপ্লবের যুগ। বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরাই আইপিই বিভাগে ভর্তি হয়। বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লব থেকে পঞ্চম শিল্প বিপ্লবের দিকে অগ্রসর হচ্ছে। প্রযুক্তি এই বিপ্লবের নেতৃত্ব দিবে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় আয়োজিত ‘নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা ২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

এর আগে বিভাগটির উদ্যোগে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও নবীনদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, বর্তমান যুগ পঞ্চম শিল্প বিপ্লবের যুগ। বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরাই আইপিই বিভাগে ভর্তি হয়। বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লব থেকে পঞ্চম শিল্প বিপ্লবের দিকে অগ্রসর হচ্ছে। প্রযুক্তি এই বিপ্লবের নেতৃত্ব দিবে। এজন্য তোমাদের আলোকিত মানুষ হতে হবে, এজন্য তোমাদের আরও পড়াশোনায় মনোযোগী হতে হবে। তোমরা যদি আলোকিত মানুষ হও, তাহলে তোমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা, মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের ঋণ এবং তোমাদের বাবা, মা, আত্মীয়স্বজনের কষ্টের ঋণ পরিশোধ করতে পারবে। অন্যথায় এই ঋণ পরিশোধ করা সম্ভব না। তোমরা যদি ভালো প্রোগ্রামার না হতে পারো, তাহলে কোয়ালিটি সম্পন্ন শিক্ষার্থী হতে পারবে না।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন আরও বলেন, যবিপ্রবি দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বিশ্ববিদ্যালয়। গবেষণায় ক্রমেই এগিয়ে যাচ্ছে যবিপ্রবি। তোমরাই পারো এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে মাথা উঁচু করতে। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য নিজেকে যোগ্য করে গড়তে তুলতে হবে।

আইপিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম মুজাহিদুল হক সভাপতির বক্তব্যে বলেন, যবিপ্রবির আইপিই বিভাগের ল্যাব বিশ্ব মানের, বিভাগের শিক্ষার্থীরা যেন দক্ষ গ্রেজুয়েট তৈরি করতে দক্ষ ল্যাব টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে। আইপিই বিভাগ থেকে স্নাতক শেষ করে দেশ-বিদেশের যেকোনো জায়গায় চাকরির ক্ষেত্রে উন্নত বিশ্ববিদ্যালয়ের মতো সমান গ্রহণযোগ্যতা পাবে এমন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আইপিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম মুজাহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন আইপিই বিভাগের সহকারী অধ্যাপক সরজিৎ কুমার বিশ্বাস, ড. সাখাওয়াত হোসাইন, মোস্তাফিজুর রহমান, রাকেশ রায়, প্রভাষক শোয়েব মোহাম্মদ সহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। পরে বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ‘গত আগস্টে লুট করা অস্ত্র’ দিয়ে পুলিশের ওপর হামলা

গরিবের স্বপ্নেই থাকে ইলিশ

কেউ ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না : উপদেষ্টা বশিরউদ্দীন

বাংলাদেশে তিন বছরে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশে

রুট ১৩ হাজার রান ছুঁতেই মুখ খুললেন শচীন

‘উপদেষ্টা মাহফুজের ওপর হামলা হয়নি, কনস্যুলেট অফিস ভাঙচুর হয়েছে'

১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি ম্যাচ

সাব্বিরকে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ বিসিবির আকুর

জিয়ার সমাধিতে ডা. সাবরিনার শ্রদ্ধা, যুবদল সভাপতির ক্ষোভ

শাহীনুল ইসলামের বিরুদ্ধে বিতর্ক, অর্থপাচার বিরোধী অভিযানে চাপ

১০

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

১১

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

১২

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

১৩

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

১৪

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

১৫

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

১৬

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

১৭

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

১৮

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

১৯

রাকসু নির্বাচনে ভোটাধিকারের দাবিতে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ

২০
X